রায়গঞ্জ,১০ জুলাই (হি.স.) : পয়লা জুন শেষ হয়েছে দেশের লোকসভা নির্বাচন। মাস ঘুরতেই বুধবার রাজ্যের চার কেন্দ্রে বিধানসভা উপনির্বাচন। উপনির্বাচন ঘিরে কঠোর নিরাপত্তা সত্ত্বেও অশান্তি ঠেকানোর উপায় নেই। কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশের ঘেরাটোপ উপেক্ষা করে উপনির্বাচন ঘিরে দিকে দিকে অশান্তির ছবি।এর মাঝেই নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকলো রায়গঞ্জের ১৪৭ নম্বর বুথ।
বুথে ঢুকে নিজের ভোট দানের ভিডিও করলেন তৃণমূলের এক মহিলা সমর্থক। দলের বিশ্বাসযোগ্যতা হাসিল করতে নিজেই ওই ভিডিও করেছেন বলে স্বীকার করেন মহিলা। বুথ থেকে বেরিয়ে ভোট দেওয়ার ওই ভিডিওটি শাসক দলের নেতাকেও দেখালেন তিনি।
সংবাদ মাধ্যমকে মহিলা জানান, সে আগে তৃণমূল করতেন।মাঝে দল ছেড়ে বিজেপিতে যোগ দান করেন।সেখানে কোনও সুযোগ সুবিধা না পাওয়ার ফলে আবার তৃণমূলে যোগ দেন। তাই ভোট দেওয়ার ভিডিও করে প্রমান রাখেন তিনি। মহিলার দাবি, তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দান করে আবার তৃণমূলে ফিরে আশায় তাকে দলের কেউ বিশ্বাস করছে না, সেই কারণে নিজের সাক্ষী প্রমানের জন্য এই ভিডিও রাখা। মুখে বললে তাকে দলের লোক বিশ্বস করতো না এমনটাই অভিযোগ মহিলার।
এপ্রসঙ্গে জেলার তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি তথা রায়গঞ্জ পুরসভার ভাইস চেয়ারম্যান জানান, তিনি ওই মহিলাকে ভিডিও করে আনার মতন কোনো নির্দেশ দেননি। দলের বিশ্বাসযোগ্যতা হাসিল করতে নিজের থেকেই ভিডিও করে প্রমান পেশ করেছেন সে।
হিন্দুস্থান সমাচার/ শায়নী
হিন্দুস্থানের খবর / Sayani Saha / Sonali Das