গুয়াহাটি, ১৯ জুলাই (হি.স.) : উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে (এনএফআর)-র পক্ষ থেকে গ্রীষ্মের ভিড়ের সময় যাত্রীদের সুবিধার জন্য যাত্রীর বর্ধিত চাহিদার প্রতি লক্ষ্য রেখে আরও দুই জোড়া সাপ্তাহিক স্পেশাল ট্রেন চালু করার পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। একটি ট্রেন গুয়াহাটি ও আনন্দ বিহার টার্মিনাল এবং আরেকটি ট্রেন নিউ তিনসুকিয়া ও ভগত কি কোঠীর মধ্যে চলাচল করবে। দুই জোড়া স্পেশাল ট্রেনই সাপ্তাহিক ভিত্তিতে উভয় দিকে চারটি করে ট্রিপের জন্য চলবে। এই এক্সপ্রেস ট্রেনগুলি উত্তরপূর্ব, উত্তরবঙ্গ, বিহার এবং ভারতের উত্তর অংশের মধ্যে রেল পরিষেবা উন্নত করবে এবং বাণিজ্য ও অন্যান্য অর্থনৈতিক কার্যকলাপকে উৎসাহিত করবে।
এক প্রেস বিবৃতির মাধ্যমে এ খবর দিয়েছেন উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে। ট্রেনগুলির নিয়মিত পরিষেবার বিবরণ দিয়ে তিনি জানান, ট্রেন ০৫৬৭১ গুয়াহাটি-আনন্দ বিহার টার্মিনাল স্পেশাল ২৪ জুলাই থেকে ১৪ আগস্ট পর্যন্ত প্রত্যেক বুধবার গুয়াহাটি থেকে ১৫:০০ ঘম্টায় রওয়ানা দিয়ে শুক্রবার ৮:৫০ ঘণ্টায় আনন্দ বিহার টার্মিনাল পৌঁছবে। ফেরত যাত্রার সময় ট্রেন নম্বর ০৫৬৭২ আনন্দ বিহার টার্মিনাল-গুয়াহাটি স্পেশাল ২৬ জুলাই থেকে ১৬ আগস্ট পর্যন্ত প্রত্যেক শুক্রবার আনন্দ বিহার টার্মিনাল থেকে ২৩:৪৫ ঘণ্টায় রওয়ানা দিয়ে রবিবার ১৪:১৫ ঘণ্টায় গুয়াহাটি স্টেশন পৌঁছবে।
ট্রেনটি উভয় দিকে কামাখ্যা, রঙিয়া, নিউ বঙাইগাঁও, কোকরাঝাড়, নিউ আলিপুরদুয়ার, নিউ কোচবিহার, নিউ জলপাইগুড়ি, কিষাণগঞ্জ, মালদা টাউন, ভাগলপুর, জামালপুর, গয়া, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় ও প্রয়াগরাজ ইত্যাদি স্টেশন হয়ে চলাচল করবে। ট্রেনে যাত্রীদের জন্য একটি এসি-৩ টিয়ার, আটটি স্লিপার ক্লাস ও দশটি জেনারেল সেকেন্ড ক্লাস কোচ থাকবে।
ট্রেন নম্বর ০৫৯১৯ নিউ তিনসুকিয়া-ভগত কি কোঠী স্পেশাল ২২ জুলাই থেকে ১২ আগস্ট পর্যন্ত প্রত্যেক সোমবার নিউ তিনসুকিয়া থেকে ১২:৪৫ ঘণ্টায় রওয়ানা দিয়ে বৃহস্পতিবার ৭:১৫ ঘণ্টায় ভগত কি কোঠী পৌঁছবে। ফেরত যাত্রার সময় ট্রেন নম্বর ০৫৯২০ ভগত কি কোঠী-নিউ তিনসুকিয়া স্পেশাল ২৬ জুলাই থেকে ১৬ আগস্ট পর্যন্ত প্রত্যেক শুক্রবার আনন্দ বিহার টার্মিনাল থেকে ০৫:৩০ ঘণ্টায় রওয়ানা দিয়ে সোমবার ৪:০০ ঘণ্টায় নিউ তিনসুকিয়া স্টেশন পৌঁছবে।
এই স্পেশাল ট্রেনটি উভয় দিকে শিমলুগুড়ি, ডিফু, লামডিং জংশন, কামাখ্যা, রঙিয়া, নিউ বঙাইগাঁও, নিউ আলিপুরদুয়ার, নিউ কোচবিহার, কিষাণগঞ্জ, কাটিহার, হাজিপুর, গোরখপুর, গাজিয়াবাদ, রোহতক, সুরতগড়, লালগড় জংশন, মেরতা রোড ও যোধপুর জংশন স্টেশন হয়ে চলাচল করবে। ট্রেনে যাত্রীদের জন্য দুটি এসি-৩ টিয়ার, ১১টি স্লিপার ক্লাস ও আটটি জেনারেল সেকেন্ড ক্লাস কোচ থাকবে।
(হিন্দুস্থান সমাচার)
হিন্দুস্থান সমাচার / স্নিগ্ধা দাস / সমীপ কুমার দাস