২০২৬ পাখির চোখ, দুর্গাপুরের দু’দিনের সফরে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবিন
দুর্গাপুর, ২৪ জানুয়ারি (হি. স.): ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে দুর্গাপুরে দু’দিনের সফরে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবিন। সভাপতির দায়িত্ব নেওয়ার পর এটাই তাঁর প্রথম বঙ্গ সফর। আর সেই প্রথম সফরেই রাঢ়বঙ্গের কেন্দ্রভূমি দুর্গাপু
২০২৬ পাখির চোখ, দুর্গাপুরের দু’দিনের সফরে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবিন


দুর্গাপুর, ২৪ জানুয়ারি (হি. স.): ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে দুর্গাপুরে দু’দিনের সফরে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবিন। সভাপতির দায়িত্ব নেওয়ার পর এটাই তাঁর প্রথম বঙ্গ সফর। আর সেই প্রথম সফরেই রাঢ়বঙ্গের কেন্দ্রভূমি দুর্গাপুরকে বেছে নিয়েছেন তিনি।

আগামী ২৭ ও ২৮ জানুয়ারি দুর্গাপুরে একাধিক কর্মসূচিতে অংশ নেবেন নীতিন নবিন। ২৭ জানুয়ারি অন্ডাল বিমানবন্দরে পৌঁছে তিনি দুর্গাপুর চিত্রালয় ময়দানে আয়োজিত কমল মেলার উদ্বোধন করবেন। ইতিমধ্যেই মেলা ও কর্মসূচির প্রস্তুতি খতিয়ে দেখতে শহরে এসেছেন প্রাক্তন কেন্দ্রীয়মন্ত্রী ও রাজ্য বিজেপির সহ-সভাপতি নিশিথ প্রামাণিক।

নাগরিক সমাজের উদ্যোগে আয়োজিত এই কমল মেলা পশ্চিমবঙ্গে বিজেপির প্রথম পাইলট প্রজেক্ট হিসেবে বিবেচিত হচ্ছে। মেলায় কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প ও সাফল্য তুলে ধরতে একাধিক স্টল থাকবে। পাশাপাশি বাংলার শিল্প-সংস্কৃতি ও কৃষ্টির প্রদর্শনও করা হবে। দর্শনার্থীদের জন্য থাকবে প্রধানমন্ত্রী মোদীর কাটআউট সহ সেলফি জোন। এই মেলার মাধ্যমে সাধারণ মানুষের কাছে পৌঁছনো ও মতামত সংগ্রহ করাই বিজেপির মূল উদ্দেশ্য বলে দলীয় সূত্রে জানা গেছে।

পরদিন ২৮ জানুয়ারি দুর্গাপুরে রাঢ়বঙ্গ জোনের কোর কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে দুই বর্ধমান, বীরভূম, বাঁকুড়া ও পুরুলিয়া জেলার সাংগঠনিক পরিস্থিতি এবং ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের রণকৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার কথা। রাজনৈতিক মহলের মতে, এই বৈঠক থেকেই রাজ্যে বিজেপির নির্বাচনী কৌশলের রূপরেখা স্পষ্ট হতে পারে।

প্রসঙ্গত, ২০১৯ সালের লোকসভা নির্বাচনে রাঢ়বঙ্গের একাধিক আসনে বিজেপি ভালো ফল করলেও ২০২৪ সালে সেই জমি ধরে রাখা সম্ভব হয়নি। তবে দুর্গাপুর পুরসভা এলাকায় ওয়ার্ডভিত্তিক ফলাফলে এখনও বিজেপি এগিয়ে রয়েছে। পুরভোট দীর্ঘদিন ধরে না হওয়ায় শহরের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে জনঅসন্তোষ বাড়ছে। সেই আবহেই দুর্গাপুরে সর্বভারতীয় সভাপতির সফরকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

হিন্দুস্থান সমাচার / জয়দেব লাহা




 

 rajesh pande