হাসপাতাল চত্বরে সদ্যোজাতের কাটা মুণ্ড নিয়ে ঘুরল কুকুর, চাঞ্চল্য জলপাইগুড়ি মেডিকেল কলেজে
জলপাইগুড়ি, ২৪ জানুয়ারি (হি. স.):- জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালের মাদার অ্যান্ড চাইল্ড হাব চত্বরে শনিবার সকালে এক মর্মান্তিক ও ভয়াবহ ঘটনার সাক্ষী থাকল হাসপাতাল চত্বর। হাসপাতালের পরিত্যক্ত একটি জায়গা থেকে সদ্যোজাত শিশুর কাটা মুণ্ড কুকুরের ম
মেডিকেল কলেজ জলপাইগুড়ি


জলপাইগুড়ি, ২৪ জানুয়ারি (হি. স.):- জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালের মাদার অ্যান্ড চাইল্ড হাব চত্বরে শনিবার সকালে এক মর্মান্তিক ও ভয়াবহ ঘটনার সাক্ষী থাকল হাসপাতাল চত্বর। হাসপাতালের পরিত্যক্ত একটি জায়গা থেকে সদ্যোজাত শিশুর কাটা মুণ্ড কুকুরের মুখে করে টেনে নিয়ে আসতে দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাটি নজরে আসে হাসপাতালে অপেক্ষারত রোগীর পরিবারের সদস্যদের, যার পর মুহূর্তের মধ্যেই ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়।প্রত্যক্ষদর্শীদের দাবি, হাব সংলগ্ন এলাকায় একটি কুকুরকে শিশুর কাটা মাথা মুখে নিয়ে ঘোরাঘুরি করতে দেখা যায়। খবর ছড়িয়ে পড়তেই হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা ও প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। দ্রুত বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে জানানো হলে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ।হাসপাতালের এম এস ভি পি কল্যাণ খান জানান, বিষয়টি অত্যন্ত গুরুতর। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে এবং হাসপাতাল চত্বর ও আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হবে। কীভাবে সদ্যোজাতের দেহাংশ সেখানে এল এবং এর সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।এই ঘটনাকে কেন্দ্র করে হাসপাতালের নিরাপত্তা ও পরিচ্ছন্নতা ব্যবস্থার গাফিলতি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন রোগীর আত্মীয়রা। পুলিশ জানিয়েছে, দোষীদের চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande