
বিলোনিয়া (ত্রিপুরা), ২৪ জানুয়ারি (হি.স.) : দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়া থানাধীন চিত্তামারা বাগান টিলা এলাকায় পর পর দুইদিনে লেইকের জল থেকে মৃতদেহ উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
শুক্রবার সকালে চিত্তামারা বাগান টিলা এলাকার একটি লেইকের জল থেকে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে পুলিশ। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই শনিবার সকালে একই এলাকার আরেকটি লেইকের পাশ থেকে আরও এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়। দ্বিতীয় মৃতদেহ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফরেনসিক বিশেষজ্ঞদের একটি দল।
পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় মোতায়েন করা হয়েছে বিলোনিয়া থানার পুলিশ ও টিএসআর বাহিনী। প্রাথমিক তদন্ত শুরু করেছে পুলিশ। মৃতদের পরিচয় ও মৃত্যুর কারণ জানতে তদন্ত চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
পর পর দুটি মৃতদেহ উদ্ধারের ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক আতঙ্কের পাশাপাশি চরম উত্তেজনা ও কৌতূহল সৃষ্টি হয়েছে। পুলিশ পুরো ঘটনাটিকে গুরুত্ব সহকারে খতিয়ে দেখছে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ