২৯ জানুয়ারি থেকে ইডেন গার্ডেন্সে শুরু হচ্ছে ‘কলকাতা ফুলমেলা ২০২৬’
কলকাতা, ২৪ জানুয়ারি (হি.স.): আগামী ২৯ জানুয়ারি থেকে কলকাতার ঐতিহ্যবাহী ইডেন গার্ডেন্সে শুরু হতে চলেছে ‘কলকাতা ফুলমেলা-২০২৬’। রাজ্য বন দফতরের উদ্যোগে আয়োজিত এই মেলা চলবে টানা তিনদিন। শনিবার বন দফতরের পক্ষ থেকে এই খবর জানানো হয়েছে। ​মনোরম এই পুষ্
২৯ জানুয়ারি থেকে ইডেন গার্ডেন্সে শুরু হচ্ছে ‘কলকাতা ফুলমেলা ২০২৬’


কলকাতা, ২৪ জানুয়ারি (হি.স.): আগামী ২৯ জানুয়ারি থেকে কলকাতার ঐতিহ্যবাহী ইডেন গার্ডেন্সে শুরু হতে চলেছে ‘কলকাতা ফুলমেলা-২০২৬’। রাজ্য বন দফতরের উদ্যোগে আয়োজিত এই মেলা চলবে টানা তিনদিন। শনিবার বন দফতরের পক্ষ থেকে এই খবর জানানো হয়েছে।

​মনোরম এই পুষ্প প্রদর্শনীর দরজা মেলার প্রথম দিন থেকেই দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হবে। বন দফতর জানিয়েছে, এই মেলার প্রধান লক্ষ্য হলো কলকাতা মহানগরীর বুকে সবুজের প্রসার ঘটানো এবং পরিবেশ সচেতনতা বৃদ্ধি করা। সাধারণ মানুষের মধ্যে বাগান তৈরির উৎসাহ বাড়াতে হরেক রকমের ফুলের সমাহার নিয়ে এই প্রদর্শনীর পরিকল্পনা করা হয়েছে।

​তিনদিনের এই মেলায় বাহারি ফুলের পাশাপাশি বিভিন্ন বিরল প্রজাতির অর্কিড, মূল্যবান গাছ এবং ওষধি বা ভেষজ উদ্ভিদের প্রদর্শনীও থাকছে। শহরবাসীকে প্রকৃতির কাছাকাছি নিয়ে আসতে এবং সবুজের গুরুত্ব বোঝাতে প্রকৃতিপ্রেমীদের এই মেলায় সাদর আমন্ত্রণ জানানো হয়েছে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande