কলকাতা, ১৯ জুলাই (হি.স.): ডার্বি ম্যাচ জয়ের পরে কাস্টমস–এর সঙ্গে খেলা অমিমাংসিত রেখেছিল ইস্টবেঙ্গল। কিন্তু শুক্রবার কলকাতা পুলিশকে তারা উড়িয়ে দিল ৬-০ গোলে।
ঘরের মাঠে ইস্টবেঙ্গল শুক্রবার সই করা জিকসন সিং ও কোচ কার্লেস কুয়াদ্রাতের সামনে পুলিশকে বিধ্বস্ত করল। লাল–হলুদের হয়ে গোলগুলি করেন সায়ন, বিষ্ণু, শ্যামল, জেসিন-২, আমনরা। কলকাতা পুলিশের কোচ ছিলেন প্রাক্তন ফুটবলার প্রশান্ত চক্রবর্তী। তাঁর দল এদিন ইস্টবেঙ্গলের সামনে মাথা তুলে দাঁড়াতে পারেনি।
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি / সৌম্যজিৎ চক্রবর্তী