মহিলাদের ইউরো ২০২৫: স্পেন নকআউটে পৌঁছেছে, ইতালির সঙ্গে ড্র করে পর্তুগাল অভিযানকে বাঁচিয়ে রেখেছে
বার্ন, ৮ জুলাই (হি.স.): সোমবার মহিলা ইউরো গ্রুপ বি-এর ম্যাচে বেলজিয়ামকে ৬-২ গোলে হারিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন। স্পেনের হয়ে স্ট্রাইকার আলেক্সিয়া পুটেলাস জোড়া গোল করেছেন। এই সঙ্গে স্পেন কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করেছে। এদিকে ইতালির সাথ
মহিলাদের ইউরো ২০২৫: স্পেন নকআউটে পৌঁছেছে, ইতালির সাথে ড্র করে পর্তুগাল অভিযানকে বাঁচিয়ে রেখেছে


বার্ন, ৮ জুলাই (হি.স.): সোমবার মহিলা ইউরো গ্রুপ বি-এর ম্যাচে বেলজিয়ামকে ৬-২ গোলে হারিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন। স্পেনের হয়ে স্ট্রাইকার আলেক্সিয়া পুটেলাস জোড়া গোল করেছেন। এই সঙ্গে স্পেন কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করেছে।

এদিকে ইতালির সাথে ১-১ গোলে ড্র করার পরও পর্তুগালের ইউরো অভিযান এখনও টিকে আছে। সোমবার ইতালির বিপক্ষে ড্র করার নায়ক ডায়ানা গোমেস। তিনি ম্যাচের ৮৯ মিনিটে সমতার গোল এনে দিয়ে দেশের মহিলা ইউরো অভিযান বাঁচিয়ে রেখেছেন। ৭০ মিনিটে ইতালির গিরেলি গোল করেন।

সোমবারের এই ড্র ইতালির নকআউট রাউন্ডে ওঠার সম্ভাবনা নষ্ট করে দেয়, স্পেনই এখনও পর্যন্ত গ্রুপ বি-তে একমাত্র দল যারা কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করেছে।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande