টেস্ট ইতিহাসে মুল্ডারের অপরাজিত ৩৬৭ রানের ইনিংসে রেকর্ড
কলকাতা, ৮ জুলাই (হি.স.) : ১৪৮ বছরের টেস্ট ইতিহাসে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের ব্রায়ান ৪০০ রানের বিশ্বরেকর্ড নাগালে পেয়েও ইনিংস ছেড়ে দিলেন দক্ষিণ আফ্রিকার ভারপ্রাপ্ত অধিনায়ক মুল্ডার, তবু রেকর্ড বইয়ের নানা পাতায় নাম উঠে গেল তার। বুলাওয়ায়োতে সোমবার জিম
টেস্ট ইতিহাসে মুল্ডারের অপরাজিত ৩৬৭ রানের ইনিংসে যত রেকর্ড


কলকাতা, ৮ জুলাই (হি.স.) : ১৪৮ বছরের টেস্ট ইতিহাসে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের ব্রায়ান ৪০০ রানের বিশ্বরেকর্ড নাগালে পেয়েও ইনিংস ছেড়ে দিলেন দক্ষিণ আফ্রিকার ভারপ্রাপ্ত অধিনায়ক মুল্ডার, তবু রেকর্ড বইয়ের নানা পাতায় নাম উঠে গেল তার।

বুলাওয়ায়োতে সোমবার জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্টে সোমবার ৪৯ চার ও ৪ ছক্কায় ৩৩৪ বলে ৩৬৭ রানের ইনিংস খেলেছেন মুল্ডার। ৫ উইকেটে ৬২৬ রানে দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংস ঘোষণা করেছে টেস্টের প্রথম চার সেশনেই।

এক নজরে মুল্ডারের কিছু রেকর্ড:

**দক্ষিণ আফ্রিকার ১৩৬ বছরের টেস্ট ইতিহাসে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস এখন মুল্ডারের এটিই। ২০১২ সালে দা ওভালে ইংল্যান্ডের বিপক্ষে হাশিম আমলার অপরাজিত ৩১১ ছিল আগের সর্বোচ্চ।

**দক্ষিণ আফ্রিকার অধিনায়ক হিসেবে সর্বোচ্চ ইনিংসের রেকর্ডেও এখন চূড়ায় মুল্ডার। ২০০৩ সালে এজবাস্টনে ইংল্যান্ডের বিপক্ষে গ্রায়েম স্মিথের ২৭৭ ছিল দেশটির অধিনায়কদের মধ্যে আগের সর্বোচ্চ।

**দক্ষিণ আফ্রিকার হয়ে এক টেস্টে সর্বোচ্চ রানও মুল্ডারের। এজবাস্টনের ওই ম্যাচে ৩৬২ রান করে এতদিন এখানে চূড়ায় ছিলেন স্মিথ (২৭৭ ও ৮৫)। তাকে মুল্ডার ছাড়িয়ে গেলেন এক ইনিংসেই।

**দেশের বাইরে টেস্টে সর্বোচ্চ ইনিংস এখন মুল্ডারের। এখানে আগের সেরা ছিল পাকিস্তানের লিটল মাস্টার হানিফ মোহাম্মদের ৩৩৭। ১৯৫৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বারবাডোজ টেস্টে ফলোঅনে পড়ে তার ওই স্মরণীয় ইনিংসে ম্যাচ বাঁচিয়েছিল পাকিস্তান। যে কোনও দলের হয়ে দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ এটি।

**টেস্ট ইতিহাসে মুল্ডারের চেয়ে বড় ইনিংস আছে কেবল চারটি- ২০০৬ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কলম্বোয় শ্রীলঙ্কার মাহেলা জয়াবর্ধনের ৩৭৪, ১৯৯৪ সালে অ্যান্টিগায় ইংল্যান্ডের বিপক্ষে লারার ৩৭৫, ২০০৩ সালে জিম্বাবুয়ের বিপক্ষে পার্থে ম্যাথু হেইডেনের ৩৮০ ও ২০০৪ সালে অ্যান্টিগায় ইংল্যান্ডের বিপক্ষে লারার অপরাজিত ৪০০।

**৩২৪ বলে ৩৫০ রান পূর্ণ করেন মুল্ডার, যা টেস্টে দ্রুততম সাড়ে তিনশ স্পর্শের নজির। চারশর কম বলে এই মাইলফলক ছুঁতে পারেননি আর কেউ। ২০০৩ সালে পার্থে হেইডেনের ৪০২ বল এখন দ্বিতীয় দ্রুততম।

**মুল্ডার ট্রিপল সেঞ্চুরি পূর্ণ করেন ২৯৭ বলে, যা দ্বিতীয় দ্রুততম। ২০০৮ সালে চেন্নাইয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২৭৮ বলে ট্রিপল সেঞ্চুরি করে রেকর্ডটি ভারতের বিরেন্দর শেবাগের।

**৬১বছরের রেকর্ড ভেঙে অধিনায়ক হিসেবে টেস্টের সর্বকনিষ্ঠ ট্রিপল সেঞ্চুরিয়ান মুল্ডার (২৭ বছর ১৩৮ দিন)। ১৯৬৪ সালে ওল্ড ট্র্যাফোর্ডে ৩১১ রানের ইনিংস খেলে আগের রেকর্ডটি ছিল অস্ট্রেলিয়া অধিনায়ক বব সিম্পসনের (২৮ বছর ১৭১ দিন)।

**টেস্ট নেতৃত্বের অভিষেকে ট্রিপল সেঞ্চুরি করা প্রথম ক্রিকেটারও মুল্ডার।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande