লন্ডন, ৮ জুলাই (হি.স.): সোমবার ওরচেস্টারের নিউ রোডে পঞ্চম ও শেষ যুব ওয়ানডেতে ওপেনার বেন ডকিন্স এবং ওয়ান ডাউন বেন মেইসের অর্ধশতকের সুবাদে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ হারিয়েছে ভারত অনূর্ধ্ব-১৯কে। তবে ভারত ৩-২ ব্যবধানে সিরিজ জিতেছে।
২১১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ডকিন্স (৬৬) এবং মেইস (৮২) স্বাধীনভাবে খেলেন, অন্যদিকে থমাস রিউ ৩৭ বলে অপরাজিত ৪৯ রান করে সাত উইকেট হাতে রেখে এবং ১৮ ওভারেরও বেশি সময় বাকি থাকতে ম্যাচটি শেষ করেন।
ভারতের হয়ে নমন পুষ্পক এবং দীপেশ দেবেন্দ্রন উইকেট শিকার করেন, কিন্তু ইংল্যান্ড কখনই তাদের লক্ষ্য তাড়া করতে নিয়ন্ত্রণের বাইরে যেতে দেয়নি এবং ৩১.১ ওভারে জয় শেষ করে।
ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে ভারত এক রানে অধিনায়ক আয়ুষ মাত্রেকে হারিয়ে ফেলে, অন্যদিকে আগের ম্যাচে ৫২ বলে সেঞ্চুরি করা বৈভব সূর্যবংশী ৪২ বলে ৩৩ রান করেন। আরএস আমব্রিশ সর্বোচ্চ ৬৬ রান করেন অপরাজিত।
প্রতিটি ইংরেজ বোলার এএম ফ্রেঞ্চ এবং র্যালফি অ্যালবার্ট দুটি করে উইকেট নেন। স্বাগতিকরা নির্ধারিত ৫০ ওভারে ভারতকে ৯ উইকেটে ২১০ রানে সীমাবদ্ধ থাকে।
দলগুলি এখন লাল বলের মাধ্যমে দুটি যুব টেস্ট খেলবে, যা ১২ জুলাই থেকে বেকেনহ্যামে শুরু হবে এবং চেমসফোর্ডের কাউন্টি গ্রাউন্ডে সফর শেষ করবে।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি