কলকাতা, ৮ জুলাই (হি.স.): সুনীল গাভাস্কার ভারতীয় ক্রিকেট এবং বিশ্ব ক্রিকেটের ইতিহাসে একজন কিংবদন্তী ক্রিকেটার। যিনি লিটল মাস্টার নামে পরিচিত। ১৯৪৯ সালের ১০ জুলাই মুম্বইয়ে জন্মগ্রহণ করেন।
গাভাস্কার ডানহাতি ব্যাটসম্যান হিসেবে পরিচিত ছিলেন। তিনি ভারতীয় ক্রিকেট দলের হয়ে টেস্ট ও একদিনের আন্তর্জাতিক ম্যাচে প্রতিনিধিত্ব করেছেন।
৬ মার্চ, ১৯৭১ তারিখে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট অভিষেক ঘটে। পনেরো বছর বয়সে বিশ্বের প্রথম ব্যাটসম্যান হিসেবে দশ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন। ১২৫ টেস্ট খেলে ১০১২২ রান করেন। গাভাস্কারের অবসরের ছয় বছর পর ১৯৯৩ সালে অ্যালান বডার দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে দশ হাজার রান করেন। সেঞ্চুরি করেছেন ৩৪টি আর অর্ধ শতরান রান করেছেন ৪৫টি। এক দিনের ম্যাচ খেলেছেন ১০৮টি, করেছেন ৩০৯২ রান। রয়েছে ১টি সেঞ্চুরি ও রয়েছে ২৭টি অর্ধ শতরান। তিনি ৪৭ ম্যাচে ভারতীয় দলে অধিনায়কত্ব করেছেন।
গাভাস্কার অর্জুন পুরষ্কার এবং পদ্মভূষণ পেয়েছেন। ২০০৯ সালে তিনি আইসিসি ক্রিকেট হল অফ ফেমে অন্তর্ভুক্ত হন। ২০১২ সালে তিনি সিকে নাইডু লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে ভূষিত হন , যা বিসিসিআই একজন প্রাক্তন খেলোয়াড়কে সর্বোচ্চ সম্মান প্রদান করে থাকে।
গাভাস্কারের ক্রিকেট কেরিয়ার এবং মাঠের বাইরে অবদান ভারতীয় ক্রিকেটের অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব করে তুলেছে। বর্তমানে তিনি ক্রিকেট ধারাভাষ্যকার হিসেবে কাজ করছেন। ১৯৮৫ সালে তিনি প্রফেশনাল ম্যানেজমেন্ট গ্রুপ (পিএমজি) প্রতিষ্ঠা করেন। এসবের মাঝে বেশ কয়েকটি বইও লিখেছেন, যার মধ্যে রয়েছে সানি ডেইজ নামে তাঁর আত্মজীবনী।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি