কলকাতা, ২৬ জুলাই (হি.স.): কলকাতার গিরিশ পার্ক এলাকার রাম দুলাল সরকার স্ট্রিটে আগুন লাগল একটি বাড়িতে। শুক্রবার সকালে সেখানকার একটি বাড়িতে আগুন লাগে। দমকল বিভাগ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকাল আটটা নাগাদ ওই বাড়িতে আগুন লাগে। তবে ৪৫ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে চলে আসে।
এই অগ্নিকাণ্ডে হতাহাতের কোনও খবর নেই। দমকলের প্রাথমিক অনুমান, গ্যাস সিলিন্ডার থেকে বাড়িটিতে আগুন লাগে। খবর পেতেই ৫টি ইঞ্জিন গিয়ে আগুন নিভিয়ে ফেলে। আগুনে একজন অগ্নিদগ্ধ হয়েছেন বলেও জানা যাচ্ছে।
হিন্দুস্থান সমাচার / রাকেশ / সৌম্যজিৎ