মাথাভাঙায় বিবাদের জেরে প্রাণ গেল একই পরিবারের ২ জনের
কোচবিহার, ২৫ ডিসেম্বর (হি. স. ) : প্রতিবেশীর সঙ্গে বিবাদের জেরে প্রাণ গেল একই পরিবারের ২ জনের। বৃহস্পতিবার সকালে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে কোচবিহারের মাথাভাঙায়। ইতিমধ্যেই দেহদুটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। শুরু হয়েছে তদ
মাথাভাঙায় বিবাদের জেরে প্রাণ গেল একই পরিবারের ২ জনের


কোচবিহার, ২৫ ডিসেম্বর (হি. স. ) : প্রতিবেশীর সঙ্গে বিবাদের জেরে প্রাণ গেল একই পরিবারের ২ জনের। বৃহস্পতিবার সকালে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে কোচবিহারের মাথাভাঙায়। ইতিমধ্যেই দেহদুটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। শুরু হয়েছে তদন্ত।

জানা গিয়েছে, কোচবিহারের মাথাভাঙার হাজরা হাট ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের বালাসি আলোকার চর এলাকার বাসিন্দা সরকার ও সিকদার পরিবার। দুই পরিবারের অশান্তি দীর্ঘদিনের। বড়দিনের সকালেও কোনও কারণে কথাকাটাকাটিতে জড়িয়ে পড়েন ২ পরিবারের সদস্যরা। ক্রমেই অশান্তি বিরাট আকার নেয়। অভিযোগ, সিকদার পরিবারের সদস্যরা আচমকা অস্ত্র নিয়ে সরকার পরিবারের উপর চড়াও হয়। এলোপাথাড়ি আক্রমণে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন বছর ২২-এর যাদব সরকার ও মানব সরকার (৪৫)। আহত হন আরও ৪ জন।

আর্তনাদ শুনতে পেয়ে ছুটে যান অন্য প্রতিবেশীরা। তাঁরাই রক্তাক্ত অবস্থায় ৬ জনকে উদ্ধার করে নিয়ে যায় হাসপাতালে। সেখানে চিকিৎসকরা যাদব ও মানবকে মৃত বলে ঘোষণা করেন। বাকি চারজনের চিকিৎসা চলছে। খবর পেয়েই ঘটনাস্থলে যায় মাথাভাঙা থানার পুলিশ। দেহদুটি পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। ঠিক কী নিয়ে অশান্তি, কেন এই নৃশংস কাণ্ড তা জানতে তদন্ত শুরু করা হয়েছে। খোঁজ চলছে অভিযুক্তদের ।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande