ধলেশ্বরে প্রান্তিক উৎসবের সূচনা, সংস্কৃতি ধ্বংসে বাম শাসনকে আক্রমণ সাংসদ বিপ্লবের
আগরতলা, ২৫ ডিসেম্বর (হি.স.) : আগরতলায় ধলেশ্বরে প্রান্তিক ক্লাবের উদ্যোগে আয়োজিত প্রান্তিক উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান লোকসভার সাংসদ বিপ্লব কুমার দেব অভিযোগ করেন, “তথাকথিত সেক্যুলারিজমের নামে ক
সাংসদ বিপ্লব কুমার দেব


আগরতলা, ২৫ ডিসেম্বর (হি.স.) : আগরতলায় ধলেশ্বরে প্রান্তিক ক্লাবের উদ্যোগে আয়োজিত প্রান্তিক উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান লোকসভার সাংসদ বিপ্লব কুমার দেব অভিযোগ করেন, “তথাকথিত সেক্যুলারিজমের নামে কমিউনিস্টরা ত্রিপুরার সংস্কৃতির উপর সবচেয়ে বড় আঘাত হেনেছে। এতে রাজ্যের গভীর ক্ষতি হয়েছে।”

বৃহস্পতিবার ধলেশ্বরের প্লান্তিক ক্লাব প্রাঙ্গণে শুরু হওয়া এই উৎসবের শুভ সূচনা করেন সাংসদ বিপ্লব কুমার দেব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি-এর বনমালীপুর মণ্ডল কমিটির সভাপতি অরিন্দম চৌধুরী, প্রান্তিক উৎসব কমিটির চেয়ারম্যান ডাঃ প্রদীপ ভৌমিক, প্রান্তিক ক্লাবের সভাপতি দিলীপ কুমার নাথ, সম্পাদক দিব্যেন্দু দত্তসহ অন্যান্যরা। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে উৎসবের সূচনা হয়।

উদ্বোধনী ভাষণে বিপ্লব কুমার দেব বলেন, “মেলা, উৎসব ও সাংস্কৃতিক চর্চা সমাজজীবনকে উজ্জীবিত করে। ইতিবাচক মানসিকতা গঠনের অন্যতম মাধ্যম হলো সংস্কৃতি।” তিনি আরও দাবি করেন, বাম শাসনের দীর্ঘ ৩০–৩৫ বছরে রাজ্যের সংস্কৃতির ভিতকে দুর্বল করা হয়েছে। তাঁর মতে, ভারতীয় সংস্কৃতি বিশ্বে উচ্চতম মর্যাদার অধিকারী এবং সেখানেই নিহিত দেশের শক্তি।

আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, এবারের প্রান্তিক উৎসবে বসে আঁকো, নাচ, গান ও আবৃত্তি সহ বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। বয়সভিত্তিক বিভিন্ন বিভাগে আগামী কয়েক দিন ধরে এসব প্রতিযোগিতা চলবে। উৎসব ঘিরে এলাকায় উৎসাহ-উদ্দীপনার পরিবেশ তৈরি হয়েছে বলে জানিয়েছেন ক্লাবের কর্মকর্তারা।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande