বকেয়া পরিশোধের দাবিতে উত্তরকন্যা অভিযান ঠিকাদারদের
শিলিগুড়ি, ১ আগস্ট (হি.স.): বকেয়া পরিশোধের দাবিতে নর্থবেঙ্গল মনরেগা ভেন্ডার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা বৃহস্পতিবার উত্তরকন্যা অভিযান করেন। ১০০ দিনের কাজ শেষে শ্রমিকেরা মজুরি পেলেও ঠিকাদাররা এখনও বকেয়া পেয়েছেন। তাদের অভিযোগ, নির্মাণ সামগ্রী সরবরাহ ক
বকেয়া পরিশোধের দাবিতে উত্তরকন্যা অভিযান ঠিকাদারদের


শিলিগুড়ি, ১ আগস্ট (হি.স.): বকেয়া পরিশোধের দাবিতে নর্থবেঙ্গল মনরেগা ভেন্ডার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা বৃহস্পতিবার উত্তরকন্যা অভিযান করেন। ১০০ দিনের কাজ শেষে শ্রমিকেরা মজুরি পেলেও ঠিকাদাররা এখনও বকেয়া পেয়েছেন। তাদের অভিযোগ, নির্মাণ সামগ্রী সরবরাহ করলেও তাদের পাওনা রাশি এখনও পরিশোধ হয়নি।

ফুলবাড়ি বাজার এলাকা থেকে মিছিল শুরু করে উত্তরকন্যার পথে রওনা হতেই পুলিশের বাধায় থমকে দাঁড়াতে হয় তাদের। পরে ১০ সদস্যের একটি প্রতিনিধি দল উত্তরকন্যায় রওনা হয়ে দাবি সনদ পেশ করেন। তারা জানান, বকেয়া রাশি দ্রুত না মেটানো হলে নবান্ন অভিযান এমনকি কেন্দ্রের কাছেও দরবার করা হবে। প্রয়োজনে দিল্লিতে ধর্নার আয়োজন করা হবে।

নর্থবেঙ্গল মনরেগা ভেন্ডার্স অ্যাসোসিয়েশনের এই পদক্ষেপে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে এবং বকেয়া পরিশোধের দাবি জোরদার হয়েছে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায় / সোনালি




 

 rajesh pande