প্যারিস, ১ আগস্ট (হি.স.): প্যারিস অলিম্পিকে হকিতে প্রথম ম্যাচ হারল ভারত। বৃহস্পতিবার বেলজিয়ামের কাছে ১-২ গোলে হেরে গেল ভারত। গত বারের সোনা জয়ীদের কাছে হরমনপ্রীত সিংহেরা হারলেও গোটা ম্যাচে লড়াই করেছে। বৃহস্পতিবার গোলরক্ষক শ্রীজেশের কিছু ভাল সেভও বাঁচিয়েছে ভারতকে।
দ্বিতীয় কোয়ার্টারের শুরুতেই এগিয়ে যায় ভারত। অভিষেক বল পেয়ে বেলজিয়ামের বৃত্তে ঢুকে শটে গোল করেন। এবারের অলিম্পিক হকিতে এটাই ভারতের প্রথম ফিল্ড গোল। তৃতীয় কোয়ার্টারে তিন মিনিটের মধ্যে সমতা ফেরায় বেলজিয়াম। গোল করেন স্টকব্রোক্স। তৃতীয় কোয়ার্টারের শেষের দিকে গোল করে ২-১ এগিয়ে যায় বেলজিয়াম।
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি / শায়নী / সৌম্যজিৎ