উইম্বলডনের ‘রাজা’ সিনার
লন্ডন, ১৪ জুলাই (হি.স.) : শেষ পাঁচ বারের লড়াইয়ে প্রত্যেকবার আলকারাজের কাছে হেরেছেন সিনার। শেষ পর্যন্ত রবিবার উইম্বলডনের পুরুষদের এককের ফাইনালে দারুণ শুরু করেও হেরে গেলেন আলকারাজ। প্রথম সেটে সিনারকে হারিয়ে দেন তিনি। তবে পরের তিন সেট জিতে উইম্বলডনে প্র
উইম্বলডনের ‘রাজা’ সিনার


লন্ডন, ১৪ জুলাই (হি.স.) : শেষ পাঁচ বারের লড়াইয়ে প্রত্যেকবার আলকারাজের কাছে হেরেছেন সিনার। শেষ পর্যন্ত রবিবার উইম্বলডনের পুরুষদের এককের ফাইনালে দারুণ শুরু করেও হেরে গেলেন আলকারাজ। প্রথম সেটে সিনারকে হারিয়ে দেন তিনি। তবে পরের তিন সেট জিতে উইম্বলডনে প্রথম শিরোপার স্বাদ পেলেন ইতালিয়ান তারকা সিনার। সময়ের দুই সেরার লড়াইটা ছিল দেখার মতো। চার সেটের লড়াইয়ে শেষ হাসি হেসেছেন ইতালির সিনার।

প্রথম সেটটা ৪-৬ গেমে জিতে যান আলকারাজ। এরপর ঘুরে দাঁড়িয়ে সিনার পরের তিন সেটে জয় পান ৬-৪, ৬-৪, ৬-৪ গেমে। আর তাতেই নিষ্পত্তি হয় শিরোপার। ইতালিয়ান এই শীর্ষ বাছাইয়ের কেরিয়ারে এটি চতুর্থ গ্র্যান্ড স্লাম শিরোপা। অপরদিকে সিনারের কাছে হেরে টানা তৃতীয় বার উইম্বলডন চ্যাম্পিয়ন হতে পারলেন না দ্বিতীয় বাছাই আলকারাজ।

ফ্রেঞ্চ ওপেনে আলকারাজের কাছে হেরেছিলেন সিনার। তারই প্রতিশোধ সিনার নিলেন। আর অল ইংল্যান্ড ক্লাবে আলকারাজের টানা ২০ জয়ের যাত্রার অবসান হল। উইম্বলডনসহ সর্বশেষ সাতটি গ্র্যান্ড স্লামের শিরোপা ভাগাভাগি করলেন আলকারাজ ও সিনার।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande