ফিফা ক্লাব বিশ্বকাপ: পিএসজিকে হারিয়ে শিরোপা জিতল চেলসি
কলকাতা, ১৪ জুলাই (হি.স.): রবিবার রাতে ফর্মের তুঙ্গে থাকা পিএসজিকে ৩-০ গোলে হারিয়ে ফিফা ক্লাব বিশ্বকাপের শিরোপা জিতেছে চেলসি। পুরো ম্যাচে আক্রমণ, বিল্ড আপ, গোলের সুযোগ তৈরি সবকিছুতেই এগিয়ে ছিল চেলসি। তার ফলও পায় তারা ম্যাচের ২২ মিনিটেই। গুসতোর পাস থে
ফিফা ক্লাব বিশ্বকাপ: পিএসজিকে হারিয়ে শিরোপা জিতল চেলসি


কলকাতা, ১৪ জুলাই (হি.স.): রবিবার রাতে ফর্মের তুঙ্গে থাকা পিএসজিকে ৩-০ গোলে হারিয়ে ফিফা ক্লাব বিশ্বকাপের শিরোপা জিতেছে চেলসি।

পুরো ম্যাচে আক্রমণ, বিল্ড আপ, গোলের সুযোগ তৈরি সবকিছুতেই এগিয়ে ছিল চেলসি। তার ফলও পায় তারা ম্যাচের ২২ মিনিটেই। গুসতোর পাস থেকে বল জালে পাঠান কোল পালমার। আট মিনিট পর আবারও পালমারের গোল। এবার অ্যাসিস্ট করেছেন কলউইল। ৪৩ মিনিটে তৃতীয় ও শেষ গোলটি করেন জোয়াও পেদ্রো। শেষ পর্যন্ত সেই তিন গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে চেলসি।

ম্যাচের একটি উল্লেখযোগ্য ঘটনা হল খেলা শেষে দুই দলের খেলোয়াড়দের মধ্যে হাতাহাতি হয়। মেজাজ হারিয়ে পিএসজির কোচ লুইস এনরিকেও জড়িয়ে যান। এদিকে মরসুমের শেষটা ভালো হলো না পিএসজির। ট্রেবল জেতায় ক্লাব বিশ্বকাপেও তারা ছিল হট ফেবারিট। কিন্তু ফাইনালে শিরোপা জেতা হলো না তাদের। অপরদিকে, কনফারেনস লিগ শিরোপা জেতা চেলসির মরসুমটা শেষ হলো আরও একটি শিরোপা জিতে। এনিয়ে দ্বিতীয়বার ক্লাব বিশ্বকাপের শিরোপা জিতল তারা। ২০২১ সালে ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাসকে হারিয়ে প্রথমবার শিরোপা জিতেছিল চেলসি।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande