অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফি: রুদ্ধশ্বাস লড়াইয়ে ইংল্যান্ডের জয়
কলকাতা, ১৪ জুলাই(হি.স.): ভারতের বিপক্ষে নাটকীয় জয়ে সিরিজে ২-১ এগিয়ে গেলো ইংল্যান্ড। পাঁচ ম্যাচ টেস্ট সিরিজের লর্ডসে পঞ্চম ও শেষ দিনে জয়ের জন্য ভারতের দরকার ছিল ১৩৪ রান, অন্যদিকে ইংলিশদের দরকার ছিল ৬ উইকেট। তবে শেষ পর্যন্ত স্টোকস-আর্চারদের দুর্দান্ত ব
অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফি:  রুদ্ধশ্বাস লড়াইয়ে ইংল্যান্ডের জয়


কলকাতা, ১৪ জুলাই(হি.স.): ভারতের বিপক্ষে নাটকীয় জয়ে সিরিজে ২-১ এগিয়ে গেলো ইংল্যান্ড। পাঁচ ম্যাচ টেস্ট সিরিজের লর্ডসে পঞ্চম ও শেষ দিনে জয়ের জন্য ভারতের দরকার ছিল ১৩৪ রান, অন্যদিকে ইংলিশদের দরকার ছিল ৬ উইকেট। তবে শেষ পর্যন্ত স্টোকস-আর্চারদের দুর্দান্ত বোলিংয়ে ১৭০ রানে অলআউট হয়ে গেল ভারত। শেষ উইকেট পর্যন্ত রবীন্দ্র জাদেজার নেতৃত্বে লড়াই করল ভারত। কিন্তু পারলো না l মহম্মদ সিরাজের দুর্ভাগ্যজনক আউট ভারত হেরে গেল ২২ রানে।

প্রথম টেস্ট ম্যাচেই জয় পায় স্বাগতিক ইংল্যান্ড। ভারতকে ৫ উইকেটে হারিয়ে লিড নিয়েছিল তারা। পরের ম্যাচেই ঘুরে দাঁড়ায় ভারতl ইংল্যান্ডকে ৩৩৬ রানের বড় ব্যবধানে হারিয়ে সিরিজে সমতা ফেরায়। তৃতীয় টেস্টের শেষ দিনে নাটকীয় জয়ে আবার এগিয়ে গেলো ইংল্যান্ড ।

আগের দিন ৪ ব্যাটারকে হারিয়েছিল ভারত, পন্থকে নিয়ে পঞ্চম দিনের ব্যাটিং শুরু করেন কেএল রাহুল। তবে এ দিন খুব বেশিক্ষণ ক্রিজে টিকতে পারেননি ঋষভ পন্থ। ১২ বলে ৯ রান করা বাঁ-হাতি এই ব্যাটারের আউট করেন জফরা আর্চার।

এক প্রান্তে উইকেটে দাঁড়িয়ে থেকে রাহুল ভারতকে জয়ের স্বপ্ন দেখাচ্ছিলেনl কিন্তু এ দিন খুব বেশিক্ষণ টিকতে পারলেন না। বেন স্টোকসের লেংথের বল ব্যাটে লাগাতে পারেননি রাহুল। তাঁর প্যাডে লাগলে জোরাল আবেদন করলেও আম্পায়ার তাতে সাড়া দিলেন না। পরে রিভিউ নিয়ে সফল হয় ইংল্যান্ড।

এরপর দলের হাল ধরেন অভিজ্ঞ ব্যাটার রবীন্দ্র জাদেজা। তিনি ১৮১ বলে ৬১ রান করেন। তাঁকে সঙ্গ দিলেন শুধুমাত্র নিতিশ রেড্ডি, বুমরাহ ও মহম্মদ

সিরাজ l এরা শেষ পর্যন্ত লড়লেন l কিন্তু দুর্ভাগ্য ভারতের ইংল্যান্ড স্পিনার বসিরের একটা বল সিরাজ খেললেন ঠিকই কিন্তু বলটা গড়িয়ে গড়িয়ে ট্রাম্পে লেগে গেল l সেই সঙ্গে রোমাঞ্চকর জয় পেল ইংল্যান্ড l

ম্যানচেস্টারে সিরিজের চতুর্থ ম্যাচে আগামী ২৩ জুলাই মুখোমুখি দুই দল। আর শেষ ও পঞ্চম ম্যাচে তারা খেলবে লন্ডনে, ম্যাচ হবে আগামী ৩১ জুলাই।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande