কলকাতা, ১৪ জুলাই (হি.স.) : ১৮ জুলাই থেকে ২ আগস্ট যুক্তরাজ্যের চারটি ভেন্যুতে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লিজেন্ডস, এই প্রিমিয়ার টি-২০ টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে, যেটি ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড কর্তৃক অনুমোদিত। প্রতিদিন দুটি করে ম্যাচ হবে ভারতীয় সময় বিকেল ৫টা এবং রাত ৯টায়। ভারতের তারকারাদের মধ্যে থাকছেন- যুবরাজ সিং, হরভজন সিং, শিখর ধাওয়ান, সুরেশ রায়না প্রমুখ।
ভারতের বাইরের তারকারাদের মধ্যে থাকছেন-ব্রেট লি, ক্রিস লিন, শন মার্শ, ইয়ন মরগান, মঈন আলী,স্যার অ্যালিস্টার কুক, এবি ডি ভিলিয়ার্স, হাশিম আমলা, ক্রিস মরিস, ওয়েন পার্নেল, ক্রিস গেইল, ডিজে ব্রাভো, কাইরন পোলার্ড প্রমুখ। ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লিজেন্ডস এমন একটি জায়গা যেখানে বিশ্বমানের প্রতিযোগিতার সঙ্গে স্মৃতিচারণ ঘটে। কিংবদন্তিদের মাঠে ফিরিয়ে আনা এবং প্রজন্মের পর প্রজন্ম ধরে ভক্তদের আবেগকে পুনরুজ্জীবিত করা সম্মানের বিষয়, ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লিজেন্ডসের প্রতিষ্ঠাতা ও সিইও হর্ষিত তোমার এ কথা বলেছেন।
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি