নয়াদিল্লি, ১ আগস্ট (হি.স.): আসি আসি বলে বৃষ্টি এল, আর এতটাই বৃষ্টি হল যে রাজধানী দিল্লি জলমগ্ন হয়ে পড়ল। বৃষ্টির জেরে দিল্লিতে ভেঙে পড়ল একটি বাড়ি, খারাপ আবহাওয়ার কারণে রাজধানীতে বৃহস্পতিবার বন্ধ রাখা হয়েছে সমস্ত সরকারি ও বেসরকারি স্কুল। বুধবার রাত থেকে প্রবল বৃষ্টিপাত শুরু হয় দিল্লিতে, সেই বৃষ্টি বৃহস্পতিবার সকালে থামেনি।
সারারাত একনাগাড়ে বৃষ্টিতে রাজধানীর নানা গুরত্বপূর্ণ এলাকা ও রাস্তায় জল জমে গিয়েছে। রাস্তায় জল জমে যাওয়ায় এদিন সকালে দিল্লিতে মন্থর গতিতে চলাচল করে গাড়ি। বৃষ্টির মধ্যেই দিল্লির দরিয়াগঞ্জে ভেঙে পড়েছে একটি স্কুলের দেওয়াল, পাশেই দাঁড় করানো একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। আবার দিল্লির সব্জি মান্ডি এলাকায় বুধবার রাতে ভেঙে পড়ে একটি বাড়ি। সেখান থেকে একজনকে উদ্ধার করা হয়।
হিন্দুস্থান সমাচার / রাকেশ / সন্তোষ মধুপ