প্যারিস, ১ আগস্ট (হি.স.): জীবনের প্রথম অলিম্পিকে স্বপ্ন ভঙ্গ হল নিখাত জারিনের। শেষ ষোলোয় হেরে গেলেন তিনি। বৃহস্পতিবার প্রি-কোয়ার্টার ফাইনালে চিনের ইয়ুকে হারাতে পারলে পদক পাওয়ার সম্ভবনা থাকত নিখাতের। কিন্তু শুরু থেকেই ইয়ু নিখাতকে চাপে রাখেন। এশিয়ান গেমসে সোনা জয়ী ও বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নের বিরুদ্ধে পিছিয়ে পড়েন নিখাত। প্রথম রাউন্ডে পাঁচ বিচারকই ইয়ুকে এগিয়ে রাখেন। তবে দ্বিতীয় রাউন্ডে ফেরার চেষ্টা করেন নিখাত।কিন্তু দুটি রাউন্ডের পরে দুই বিচারক ইয়ুকেই এগিয়ে রাখেন। বাকি তিন বিচারক দুইজনকে এক পয়েন্ট দিয়েছিলেন। কিন্তু তৃতীয় রাউন্ডে আবার দাপট দেখান ইয়ু। এই রাউন্ডের শেষে পাঁচ বিচারকের পয়েন্টেই হারেন নিখাত।
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি / শায়নী / সৌম্যজিৎ