ধৃত কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি এমদাদুল হক
ধৃত কেন্দ্রীয় কারাগার থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি এমদাদুল
Arrested Central Jail breaker Emdadul Haque


।। রাজীব দে ।।

ঢাকা, ২ সেপ্টেম্বর (হি.স.) : কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি এমদাদুল হককে পাকড়াও করেছে ‘গন্ডার র্যামব-৩’। গত ৬ আগস্ট ঝালকাটি জেলার অন্তর্গত কাঁঠালিয়া থানাধীন দক্ষিণ চেচরির জনৈক হক সাহেব হাওলাদারের বছর ৩৭-এর ছেলে এমদাদুল হক কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়েছিল।

প্রাপ্ত খবরে প্রকাশ, আজ সোমবার দুপুর ১২টা নাগাদ রাজধানী ঢাকার বংশাল এলাকায় অভিযান চালিয়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি এমদাদুল হককে পাকড়াও করেছে ‘গন্ডার র্যাঅব-৩’। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ৬ আগস্ট সুযোগ বুঝে সে কেন্দ্ৰীয় কারাগার থেকে পালিয়ে দেশের বিভিন্ন এলাকায় স্থান বদল করে আত্মোগোপন করেছিল।

ধৃত মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির বিরুদ্ধে অভিযোগ, ২০১৩ সালের ১৭ জুলাই সকাল ১১টা নাগাদ পূর্ব শত্রুতার জেরে স্টেশনারি দোকানি কাজি জহুরুল ইসলাম বাবুকে মিরপুরের মধ্য মণিপুর এলাকার একটি বাসা থেকে ডেকে নিয়ে ছুরিকাঘাতে খুন করেছিল। দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে আদালত তাকে মৃত্যুদণ্ডের রায় দেন। তার নামে হত্যা, ডাকাতি, মাদক সহ একাধিক মামলা রয়েছে। ধৃত আসামিকে গাজিপুর জেলার কোণাবাড়ি থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande