সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুললেন ট্রাম্প
ওয়াশিংটন, ১ জুলাই (হি.স.): সিরিয়ার উপরে দীর্ঘদিনের অর্থনৈতিক নিষেধাজ্ঞা বাতিল করল আমেরিকা। সোমবার এ সংক্রান্ত একটি এগজিকিউটিভ নির্দেশ জারি করলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই সিদ্ধান্তের ফলে যুদ্ধবিধ্বস্ত সিরিয়া আবার আন্তর্জাতিক আর্থিক ব
Donald Trump


ওয়াশিংটন, ১ জুলাই (হি.স.): সিরিয়ার উপরে দীর্ঘদিনের অর্থনৈতিক নিষেধাজ্ঞা বাতিল করল আমেরিকা। সোমবার এ সংক্রান্ত একটি এগজিকিউটিভ নির্দেশ জারি করলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই সিদ্ধান্তের ফলে যুদ্ধবিধ্বস্ত সিরিয়া আবার আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থায় যুক্ত হওয়ার সুযোগ পাবে।

হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট জানান, এ আদেশে মূল নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলেও সিরিয়ার ক্ষমতাচ্যুত সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ও তাঁর ঘনিষ্ঠ সহযোগীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা বহাল থাকবে। এ ছাড়া মানবাধিকার লঙ্ঘনে অভিযুক্ত, রাসায়নিক অস্ত্র কর্মসূচির সঙ্গে জড়িত ব্যক্তি, মাদক চক্র, ইসলামিক স্টেট ও ইরানপন্থী গোষ্ঠীগুলির উপরে নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande