মার্কিন মুলুকে বিদেশি পড়ুয়াদের সিংহভাগ এশিয়ার, দেশ হিসাবে শীর্ষে ভারত
মৌসুমী সেনগুপ্ত কলকাতা, ১ জুলাই (হি.স.): একটা বিষয় সবার কাছে প্রায় স্পষ্ট— উচ্চশিক্ষায় গোটা বিশ্বের উচ্চাভিলাসি প্রায় সকলেরই পাখির চোখ মার্কিন মুলুক। কিন্তু বিদেশিরা কীভাবে, কতটা মার্কিন যুক্তরাষ্ট্রের ওই বাজার দখল করে আছে, সেই ছবিটা অনেকের কাছেই স্
মার্কিন মুলুকে বিদেশি পড়ুয়াদের সিংহভাগ এশিয়ার, দেশ হিসাবে শীর্ষে ভারত


মৌসুমী সেনগুপ্ত

কলকাতা, ১ জুলাই (হি.স.): একটা বিষয় সবার কাছে প্রায় স্পষ্ট— উচ্চশিক্ষায় গোটা বিশ্বের উচ্চাভিলাসি প্রায় সকলেরই পাখির চোখ মার্কিন মুলুক। কিন্তু বিদেশিরা কীভাবে, কতটা মার্কিন যুক্তরাষ্ট্রের ওই বাজার দখল করে আছে, সেই ছবিটা অনেকের কাছেই স্পষ্ট নয়।

বিষয়টার ওপর নিরন্তর নজর রাখে ইউএস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই)। তাদের স্টুডেন্ট অ্যান্ড এক্সচেঞ্জ ভিজিটর ইনফরমেশন সিস্টেম (এসইভিআইএস, বা সেভিস) নামে একটি তথ্যভাণ্ডার আছে। অতি সম্প্রতি তাদের পরিবেশিত তথ্যে দেখা যাচ্ছে, এ ব্যাপারে মহাদেশগতভাবে সবচেয়ে এগিয়ে এশিয়া।

২০২৪ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে গোটা বিশ্বের যত পড়ুয়া নাম নথিভূক্ত করেছে, তার প্রায় ৭২ শতাংশ এশিয়ার। তালিকায় শীর্ষে রয়েছে ভারত (প্রায় ৪ লক্ষ ২২ হাজার ৩৩৫)।আন্তর্জাতিক পড়ুয়াদের প্রায় ২৭ শতাংশ ভারতীয়। ২০২৩-এর তুলনায় এই শতাংশ বৃদ্ধির হার প্রায় ১১.৮।

এর পর চিন (প্রায় ৩ লক্ষ ২৯ হাজার ৩৩৫)। আন্তর্জাতিক পড়ুয়াদের প্রায় ২০ শতাংশ চিনা। কিন্তু ২০২৩-এর তুলনায় ’২৪এ মার্কিন যুক্তরাষ্ট্রের মোট বিদেশি পড়ুয়ার মধ্যে চিনা পড়ুয়া কমে গেছে প্রায় ০.২৫ শতাংশ।

২০২৪-এ ভারত ও চিনের পরের মার্কিন যুক্তরাষ্ট্রের তিনটি দেশের বিদেশি পড়ুয়ার অবস্থান অনেকটা নিচে — দক্ষিণ কোরিয়া, কানাডা ও ব্রাজিল, যথাক্রমে প্রায় ৬১ হাজার ২৭৭, প্রায় ৪৬ হাজার ৫৩৬ ও প্রায় ৪৪ হাজার ৭২১।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande