রাহুল গান্ধী সমীপে ভিনেশ ও বজরং, জল্পনা রাজনৈতিক মহলে
নয়াদিল্লি, ৪ সেপ্টেম্বর (হি.স.): হরিয়ানায় বিধানসভা নির্বাচন আসন্ন, এই আবহে বুধবার কংগ্রেস নেতা তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সঙ্গে সাক্ষাৎ করলেন ভিনেশ ফোগাট ও বজরং পুনিয়া। কংগ্রেসের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ভিনেশ ও বজরং-এর সঙ্গে রাহুল গান
রাহুল গান্ধী সমীপে ভিনেশ ও বজরং, জল্পনা রাজনৈতিক মহলে


নয়াদিল্লি, ৪ সেপ্টেম্বর (হি.স.): হরিয়ানায় বিধানসভা নির্বাচন আসন্ন, এই আবহে বুধবার কংগ্রেস নেতা তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সঙ্গে সাক্ষাৎ করলেন ভিনেশ ফোগাট ও বজরং পুনিয়া। কংগ্রেসের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ভিনেশ ও বজরং-এর সঙ্গে রাহুল গান্ধীর একটি ছবি আপলোড করে জানানো হয়, রাহুল গান্ধীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিনেশ ও বজরং পুনিয়া। কেন এই সাক্ষাৎ, তা জানা যায়নি। তবে রাজনৈতিক মহলে গুঞ্জন শুরু হয়ে গিয়েছে।

রাহুল গান্ধীর সঙ্গে সাক্ষাতের পরই কংগ্রেসের সাধারণ সম্পাদক কে সি বেণুগোপালের বাড়িতে গিয়ে তাঁর সঙ্গেও সাক্ষাৎ করেন ভিনেশ ও বজরং। সূত্রের খবর, হরিয়ানা বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন ভিনেশ ও বজরং। কংগ্রেসের টিকিটেই তাঁরা ভোটে লড়বেন।

হিন্দুস্থান সমাচার / রাকেশ




 

 rajesh pande