রিয়াধ, ৪ সেপ্টেম্বর (হি.স.): ইংলিশ লিগ ছেড়ে সৌদিতে গেলেন ব্রাজিলিয়ান তরুণ এঞ্জেলো গাব্রিয়েল। চেলসির সঙ্গে তার চুক্তির এক বছর যেতে না যেতেই রোনাল্ডোর ক্লাব আল নাসেরে যোগ দিলেন গ্রাবিয়েল। ব্রাজিলের এই তরুণ ফুটবলারকে দলে টানতে প্রায় আড়াই কোটি ডলার খরচ করেছে সৌদির ক্লাব আল নাসের।
ব্রাজিলের জাতীয় দল চ্যাম্পিয়নশিপে খেলা সর্বকনিষ্ঠ (১৫ বছর ৩০৮ দিন) ফুটবলার ছিলেন এঞ্জেলো গাব্রিয়েল। এরপরই ব্রাজিলের ক্লাব সান্তোস থেকে গত বছর ইংলিশ ক্লাব চেলসিতে গিয়েছিলেন গাব্রিয়েল। কিন্তু প্রিমিয়ার লিগের চেলসির হয়ে একটি ম্যাচও খেলতে পারেননি তিনি। গত মরসুমে ফরাসি ক্লাব ত্রাসবুলে ধারে খেলেছেন গাব্রিয়েল।
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি