সুবিচারের দাবি, শিলিগুড়ির উপকন্ঠে হাসমিচকে মঙ্গল প্রার্থনা ও শপথ গ্রহণ
কলকাতা, ৯ সেপ্টেম্বর (হি.স.): উত্তর পূর্বাঞ্চলের গেটওয়ে শিলিগুড়ি। সেই শহরের হাসমিচকে আর জি কর হাসপাতালের কর্মরত মহিলা চিকিৎসক মৃত্যুর ঘটনায় সমব্যাথীরা সমবেত হয়েছিলেন সহমর্মিতার অঙ্গীকারে। শিলিগুড়ির হাসমিচকে সোমবার 'মঙ্গল প্রার্থনা' ও শপথ গ্রহণ
সুবিচারের দাবি, শিলিগুড়ির উপকন্ঠে হাসমিচকে মঙ্গল প্রার্থনা ও শপথ গ্রহণ


কলকাতা, ৯ সেপ্টেম্বর (হি.স.): উত্তর পূর্বাঞ্চলের গেটওয়ে শিলিগুড়ি। সেই শহরের হাসমিচকে আর জি কর হাসপাতালের কর্মরত মহিলা চিকিৎসক মৃত্যুর ঘটনায় সমব্যাথীরা সমবেত হয়েছিলেন সহমর্মিতার অঙ্গীকারে। শিলিগুড়ির হাসমিচকে সোমবার 'মঙ্গল প্রার্থনা' ও শপথ গ্রহণ অনুষ্ঠান হয়। ভোর চারটে দশ মিনিট থেকে সকাল ছ'টা পর্যন্ত, সচেতন সমাজের পক্ষ থেকেই সুবিচারের দাবিতেই সরব উপস্থিতি সকলে।

অনুষ্ঠানে ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন টেবিল টেনিস তারকা তথা অর্জুন পুরস্কার জয়ী মান্তু ঘোষ, পৌলমী নন্দী চাকি, মোনালিসা কাঞ্জিলাল, সুদীপা চৌধুরী, সুনন্দা সরকার, অধ্যাপিকা, বিদ্যাবতী আগরওয়াল, অধ্যাপক অমিতাভ কাঞ্জিলাল, ডাঃ পি ডি ভুটিয়া, প্রতিমা যোশী সহ - এই শহরের বিশিষ্ট ডাক্তার , অধ্যাপক - উকিল - সমাজসেবী এবং অন্যান্য শহরের বিশিষ্টরাও সামিল হয়েছেন মহৎ উদ্দেশ্যে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande