বাজারিছড়া (অসম), ৫ জুলাই (হি.স.) : চলে গেছেন শ্রীভূমি জেলার অন্তর্গত পাথারকান্দি বিধানসভা এলাকাধীন লোয়াইরপোয়া ব্লকের বালিপিপলা গ্রাম পঞ্চায়েত (জিপি)-এর প্রথম সভাপতি সত্যেন্দ্র দাস। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। রেখে গেছেন স্ত্রী অপৰ্ণা দাস, পাঁচ ছেলে, তিন মেয়ে সহ অসংখ্য গুণমুগ্ধকে।
জানা গেছে, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন সত্যেন্দ্র দাস। আজ শনিবার দুপুরে হঠাৎ তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটলে তড়িঘড়ি তাঁকে স্থানীয় নাগ্রা চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। কিন্তু দুপুর সাড়ে ১২টা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
উল্লেখ্য, বালিপিপলা গ্রাম পঞ্চায়েত গঠনের পর প্রথম সভাপতি নির্বাচিত হয়েছিলেন সত্যেন্দ্র দাস। তাঁর সুদক্ষ নেতৃত্বে পশ্চাদপদ এলাকার বহু পরিবর্তন হয়েছিল। অত্যন্ত সুনামের সঙ্গে পঞ্চায়েত পরিচালনা করেছিলেন তিনি।
আজ প্রয়াত সত্যেন্দ্র দাসের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে তাঁর নিজস্ব গ্রাম জেকবনগরে নিজের জমিতে। তাঁর শেষকৃত্যে শতাধিক মানুষ শামিল হয়েছেন। শেষকৃত্যে ছিলেন বালিপিপলা জিপির প্রাক্তন সভাপতি মিলনকুমার দাস, প্রাক্তন গ্রুপ মেম্বার সুধীর দাস, প্রদীপ দাস প্রমুখ।
এদিকে জনপ্রিয় সত্যেন্দ্র দাসের মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে নিজ গ্রাম জেকবনগর সহ বৃহত্তর বালিপিপলা এলাকায় শোকের ছায়া নেমে আসে। সত্যেন্দ্র দাসের মৃত্যুতে শোক প্রকাশের পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বালিপিপলা জিপির সভানেত্রী প্রতিনিধি শ্রীমৎ দাস সহ তাঁর পরিচিত মহলের বহুজন।
হিন্দুস্থান সমাচার / মনোজিৎ দাস