লামডিং-শিলচর ২৭ নম্বর জাতীয় সড়কে আবদ্ধ ট্রাক চালকদের আর্তনাদ
লামডিং (অসম), ৫ জুলাই (হি.স.) : লামডিং-শিলচর ২৭ নম্বর জাতীয় সড়কে আটকে পড়া ট্রাক চালকদের আর্তনাদ, ‘আর কতদিন এভাবে কষ্ট করে কাটাতে হবে আমাদের? আর কতদিন উৎকট গরমে অনাহারে আমাদের কাটাতে হবে?’ আজ শনিবার এভাবেই ট্রাক চালকরা জাতীয় সড়কের লামডিঙের কাছে রাজপথে
লামডিং-শিলচর ২৭ নম্বর জাতীয় সড়কে আবদ্ধ ট্রাক চালকদের আর্তনাদ


লামডিং (অসম), ৫ জুলাই (হি.স.) : লামডিং-শিলচর ২৭ নম্বর জাতীয় সড়কে আটকে পড়া ট্রাক চালকদের আর্তনাদ, ‘আর কতদিন এভাবে কষ্ট করে কাটাতে হবে আমাদের? আর কতদিন উৎকট গরমে অনাহারে আমাদের কাটাতে হবে?’ আজ শনিবার এভাবেই ট্রাক চালকরা জাতীয় সড়কের লামডিঙের কাছে রাজপথে বসে অসমের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মার উদ্দেশ্যে কাতরে প্রশ্ন করেছেন।

তাঁরা বলেন, ‘অসমের মুখ্যমন্ত্রী আমাদের কথা কি চিন্তা করছেন না? আপনি জানেন ড্রাইভার না থাকলে দেশ চলবে না? আমরা যদি চাকা বন্ধ করে ধর্মঘটে বসে পড়ি, তা-হলে দেশের অর্থনীতির ওপর প্রভাব পড়বে।’

এক ট্রাক চালক বলেন, গত ১৪ দিন থেকে ‘আমরা এখানে আটকে রয়েছি, অথচ সরকার বা জেলা প্রশাসন আমাদের সহায়তায় এগিয়ে আসছে না।’

‘আমরা মরে যাব নাকি?’ এমন প্রশ্ন মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে ছুঁড়ে এক ট্রাক চালক বলেন, ‘আমি চোদ্দ বছর ধরে এই সড়ক দিয়ে যাতায়াত করছি। কিন্তু রাস্তার অবস্থা একই। আর কতদিন কাজ চলবে?’

জাতীয় সড়কে আটকে থাকা ট্রাক চালকদের সহযোগিতায় এগিয়ে আসতে মুখ্যমন্ত্রীর কাছে কাতর আবেদন জানিয়েছেন তাঁরা। রাস্তায় বসে এক ট্রাক চালক বলেন, গত চোদ্দ দিন থেকে আটকে থাকায় আমাদের অবস্থা শোচনীয় হয়ে পড়েছে। তাই আমরা অবস্থানে বসতে বাধ্য হয়েছি।

এদিকে ডিমা হাসাও জেলার অতিরিক্ত জেলা কমিশনার একে ইলিয়াস আহমেদ বলেন, লামডিং-শিলচর জাতীয় সড়ক সচল করে তুলতে চেষ্টার কোনও ত্রুটি রাখা হচ্ছে না। জাতীয় সড়ক কর্তৃপক্ষ জাটিঙ্গা লামপুরে অ্যালাইম্যান্ট বদল করে ২১৭ মিটার নতুন রাস্তা তৈরি করছে। আগামী তিন-চারদিনের মধ্যে রাস্তা খুলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তার পরই এই সড়কপথ দিয়ে পণ্যবাহী লরি চলাচলের অনুমতি দেওয়া হবে।

তিনি বলেন, ইতিমধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে ডিমা হাসাও জেলায় আটকে পড়া ৬৫০ জন লরি চালককে চাল, ডাল, তেল ও ক্যান্ডাল প্রদান করা হয়েছে। তাছাড়া ট্রাক চালকের নিরাপত্তার বিষয়টিও পুলিশ তদারক করছে, জানিয়েছেন একে ইলিয়াস আহমেদ।

হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব




 

 rajesh pande