বর্তমান ত্রিপুরা সরকার রাষ্ট্রবাদ ও অন্ত্যোদয় উন্নয়নের সরকার : মন্ত্রী রতন লাল নাথ 
আগরতলা, ১৩ জানুয়ারি (হি.স.) : বর্তমান ত্রিপুরা সরকার রাষ্ট্রবাদ ও অন্ত্যোদয় উন্নয়নের সরকার। সোমবার বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর আনীত ধন্যবাদসূচক প্রস্তাবের উপর আলোচনায় অংশ নিয়ে একথা বলেন পরিষদীয় মন্ত্রী রতনলাল নাথ। তিনি আরও বলেন রাজ্যের অন্তিম জনপ
মন্ত্রী রতন লাল নাথ


আগরতলা, ১৩ জানুয়ারি (হি.স.) : বর্তমান ত্রিপুরা সরকার রাষ্ট্রবাদ ও অন্ত্যোদয় উন্নয়নের সরকার। সোমবার বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর আনীত ধন্যবাদসূচক প্রস্তাবের উপর আলোচনায় অংশ নিয়ে একথা বলেন পরিষদীয় মন্ত্রী রতনলাল নাথ। তিনি আরও বলেন রাজ্যের অন্তিম জনপদ ও প্রান্তিক মানুষের সামগ্রিক উন্নয়নই বর্তমান সরকারের প্রধান লক্ষ্য। বিধানসভায় রাজ্যপালের ভাষণে সরকারের উন্নয়নমূলক কাজ, নীতি, দৃষ্টিভঙ্গি ও দিশার প্রতিফলন রয়েছে।

মন্ত্রী রতনলাল নাথ আরও বলেন, ভারতবর্ষ শান্তির দেশ। বৈচিত্র্য থাকা সত্বেও দেশ আজও অখন্ড ও অভিন্ন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বলিষ্ঠ নেতৃত্বে দেশ আজ বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে চলছে। সারা বিশ্বে আর্থিক মন্দা, মুদ্রাস্ফীতি, যুদ্ধ পরিস্থিতির পরও দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি এগিয়ে চলছে। তিনি বলেন, গত ৭ বছরে রাজ্যে ব্যাপক উন্নয়ন কর্মযজ্ঞ পরিলক্ষিত হয়েছে। মাথাপিছু গড় আয় বেড়ে বর্তমানে হয়েছে ১.৭৭.৭২৩ টাকা। এছাড়াও তিনি জল জীবন মিশন, প্রধানমন্ত্রী আবাস যোজনা, রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা, সড়ক যোগাযোগ ব্যবস্থা, কৃষি ও কৃষক কল্যাণ সম্পর্কিত বিভিন্ন যোজনা ও প্রকল্প সহ বিভিন্ন দপ্তরের চলতি বিভিন্ন উন্নয়নমূলক কাজ নিয়ে আলোচনা করেন।

হিন্দুস্থান সমাচার / Subhash Chandra Das




 

 rajesh pande