আগরতলা, ১৩ জানুয়ারি (হি.স.) : বর্তমান ত্রিপুরা সরকার রাষ্ট্রবাদ ও অন্ত্যোদয় উন্নয়নের সরকার। সোমবার বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর আনীত ধন্যবাদসূচক প্রস্তাবের উপর আলোচনায় অংশ নিয়ে একথা বলেন পরিষদীয় মন্ত্রী রতনলাল নাথ। তিনি আরও বলেন রাজ্যের অন্তিম জনপদ ও প্রান্তিক মানুষের সামগ্রিক উন্নয়নই বর্তমান সরকারের প্রধান লক্ষ্য। বিধানসভায় রাজ্যপালের ভাষণে সরকারের উন্নয়নমূলক কাজ, নীতি, দৃষ্টিভঙ্গি ও দিশার প্রতিফলন রয়েছে।
মন্ত্রী রতনলাল নাথ আরও বলেন, ভারতবর্ষ শান্তির দেশ। বৈচিত্র্য থাকা সত্বেও দেশ আজও অখন্ড ও অভিন্ন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বলিষ্ঠ নেতৃত্বে দেশ আজ বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে চলছে। সারা বিশ্বে আর্থিক মন্দা, মুদ্রাস্ফীতি, যুদ্ধ পরিস্থিতির পরও দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি এগিয়ে চলছে। তিনি বলেন, গত ৭ বছরে রাজ্যে ব্যাপক উন্নয়ন কর্মযজ্ঞ পরিলক্ষিত হয়েছে। মাথাপিছু গড় আয় বেড়ে বর্তমানে হয়েছে ১.৭৭.৭২৩ টাকা। এছাড়াও তিনি জল জীবন মিশন, প্রধানমন্ত্রী আবাস যোজনা, রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা, সড়ক যোগাযোগ ব্যবস্থা, কৃষি ও কৃষক কল্যাণ সম্পর্কিত বিভিন্ন যোজনা ও প্রকল্প সহ বিভিন্ন দপ্তরের চলতি বিভিন্ন উন্নয়নমূলক কাজ নিয়ে আলোচনা করেন।
হিন্দুস্থান সমাচার / Subhash Chandra Das