ব্যারাকপুর, ১৫ জানুয়ারি (হি.স.): বিজেপি নেতা অর্জুন সিংকে তলব করল ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগ। এই তলব ঘিরে রাজনৈতিক উত্তাপ চড়তে শুরু করেছে।
অর্জুন সিং অভিযোগ করেন, তৃণমূল সরকার বিরোধী রাজনীতিকদের হেনস্থা করতে পুলিশকে ব্যবহার করছে। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের কাছে কোনও কাজ নেই। রাজ্যে কোথাও উন্নয়ন নেই, পরিষ্কার-পরিচ্ছন্নতা নেই। বার্থ সার্টিফিকেট থেকে ডেথ সার্টিফিকেট পর্যন্ত পয়সা না দিলে পৌরসভা থেকে কিছুই মেলে না। অথচ বিরোধী রাজনীতিকদের উপর ভিত্তিহীন মামলায় চাপ সৃষ্টি করা হচ্ছে।
জানা গেছে, ২০১৬ সালে নির্মিত একটি বাড়ির নির্মাণ–এর অনুমোদন নিয়ে তদন্তের জন্য অর্জুন সিংকে তলব করেছে গোয়েন্দা বিভাগ। এই প্রসঙ্গে তিনি বলেন, ২০১৮ সালে সিসি নেওয়া হয়েছে, অথচ এখন তার বৈধতা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে।
তিনি আরও বলেন, আমি ১৭ জানুয়ারি ডিডি অফিসে যাব কিনা তা এখনও ঠিক করিনি। তবে মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ করছি, যদি সত্যিই এই মামলায় কিছু থাকে, তবে তা ইডি বা সিবিআইকে দিয়ে তদন্ত করান। যদি প্রমাণ হয় আমরা চুরি করেছি, তবে শাস্তি মাথা পেতে নেব।
অর্জুন সিংয়ের এই মন্তব্যের পর তৃণমূলের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি। তবে বিষয়টি ঘিরে রাজনীতির পারদ ক্রমশ চড়ছে। পুলিশের তরফে জানানো হয়েছে, তদন্তের স্বার্থেই এই তলব করা হয়েছে এবং সব দিক থেকেই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়