দলীয় নেত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ, নবদ্বীপে গ্রেফতার বিজেপি নেতা
নবদ্বীপ, ১৫ জানুয়ারি (হি.স.): দলীয় নেত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বিজেপির নদিয়া সাংগঠনিক জেলা দক্ষিণের সহ-সভাপতি নবীন চক্রবর্তীকে গ্রেফতার করল পুলিশ। বুধবার সকালে নবদ্বীপ পৌরসভার রামসীতা পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করা হয়। দুপুর
বিজেপি নেতা গ্রেফতার


নবদ্বীপ, ১৫ জানুয়ারি (হি.স.): দলীয় নেত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বিজেপির নদিয়া সাংগঠনিক জেলা দক্ষিণের সহ-সভাপতি নবীন চক্রবর্তীকে গ্রেফতার করল পুলিশ। বুধবার সকালে নবদ্বীপ পৌরসভার রামসীতা পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করা হয়। দুপুর প্রায় দেড়টা নাগাদ অভিযুক্তকে নবদ্বীপ আদালতের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের এজলাসে পেশ করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, গত ১২ ডিসেম্বর নবীন চক্রবর্তী দলীয় এক নেত্রীকে ধর্ষণের চেষ্টা করে বলে অভিযোগ। নির্যাতিতার আরও অভিযোগ, ঘটনার প্রতিবাদ করায় তাঁকে মারধর ও হুমকি দেওয়া হয়। দীর্ঘদিন ধরেই তিনি ভয় ও আতঙ্কে ছিলেন। মঙ্গলবার সন্ধ্যায় তিনি নবদ্বীপ থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ তদন্ত শুরু করে এবং অভিযুক্তকে গ্রেফতার করে।

নবীন চক্রবর্তীর বিরুদ্ধে ধর্ষণের চেষ্টা, মারধর, হুমকি সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। অভিযুক্ত নবীন চক্রবর্তী নিজেকে নির্দোষ দাবি করে বলেন, ‘‘বর্তমানে ভালো রাজনীতি করার কোনও যুগ নেই। আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, তার সঙ্গে বাস্তবের কোনও মিল নেই। এটা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র।’’ তৃণমূলের জেলা নেতা ও নবদ্বীপ পৌরসভার চেয়ারম্যান বিমান কৃষ্ণ সাহা বলেন, ‘‘ঘটনার বিস্তারিত তথ্য আমার জানা নেই। তবে আমরা চাই সমাজে এমন নোংরামি বন্ধ হোক। যদি কেউ ষড়যন্ত্র করে থাকে, সেটাও কাম্য নয়।’’ এদিকে অভিযোগকারী বিজেপি নেত্রী সংবাদমাধ্যমের সামনে কিছু জানাতে চাননি। পুলিশ জানিয়েছে, বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে তদন্ত করে দেখা হচ্ছে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande