ককবরক ভাষায় রোমান হরফের দাবি, আটক টিএসএফের কার্যকর্তারা
আগরতলা, ১৫ জানুয়ারি (হি.স.) : ককবরক ভাষায় রোমান হরফের ব্যবহারের দাবিতে গান্ধীমূ্র্তির পাদদেশে এবং মহাকরণের সামনে বিক্ষোভে সামিল হয়েছে টিএসএফ। সঙ্গে সঙ্গে পুলিশ তাদের আটক করে অরুন্ধুতিনগর পুলিশ গ্রাউন্ডে নিয়ে যায়। প্রসঙ্গত, বুধবার বিধানসভার শীতকাল
আন্দোলন


আগরতলা, ১৫ জানুয়ারি (হি.স.) : ককবরক ভাষায় রোমান হরফের ব্যবহারের দাবিতে গান্ধীমূ্র্তির পাদদেশে এবং মহাকরণের সামনে বিক্ষোভে সামিল হয়েছে টিএসএফ। সঙ্গে সঙ্গে পুলিশ তাদের আটক করে অরুন্ধুতিনগর পুলিশ গ্রাউন্ডে নিয়ে যায়।

প্রসঙ্গত, বুধবার বিধানসভার শীতকালীন অধিবেশনের শেষ দিন। বিধানসভা অধিবেশনের প্রথম দিনেই ককবরক ভাষায় রোমান হরফের দাবিতে সার্কিট হাউজে গান্ধী মূর্তির পাদদেশে বিক্ষোভ দেখিয়েছে জনজাতি ভিত্তিক ছাত্র সংগঠন টিএসএফ। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে সংগঠনের এক কর্মী জানিয়েছেন, দীর্ঘদিন ধরে বাংলার পাশাপাশি রোমান হরফে প্রশ্নপত্র তৈরি করার দাবি জানিয়ে আসা হচ্ছে। কিন্তু এখনো পর্যন্ত সরকারের তরফ থেকে সমস্যা সমাধানের কোন উদ্যােগ নেওয়া হয়নি। বিশেষ করে ছাত্রছাত্রীদের বাংলা লিপিতে লেখার জন্য চাপের সম্মুখীন হতে হচ্ছে। ত্রিপুরা বিধানসভায় যেন তাদের এই ইস্যু সবার দৃষ্টি আকৃষ্ট হয় তাই তাদের এই আন্দোলন বলে জানিয়েছেন টিএসএফের ওই কার্যকর্তা।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande