কৈলাসহরে বাঁধের সংস্কার নিয়ে কেন্দ্রের সাথে কথা বলবেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ১৫ জানুয়ারি (হি.স.) : বর্ষার আগেই ঊনকোটি জেলার কৈলাসহরে বাঁধ সংস্কার করার বিষয়ে মুখ্যমন্ত্রীর নিকট দাবি জানালেন কংগ্রেস বিধায়ক বীরজিৎ সিনহা। মন্ত্রী সুধাংশু দাস সংশ্লিষ্ট বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য মুখ্যমন্ত্রীর নিকট দাবি জানান। জবা
মুখ্যমন্ত্রী


আগরতলা, ১৫ জানুয়ারি (হি.স.) : বর্ষার আগেই ঊনকোটি জেলার কৈলাসহরে বাঁধ সংস্কার করার বিষয়ে মুখ্যমন্ত্রীর নিকট দাবি জানালেন কংগ্রেস বিধায়ক বীরজিৎ সিনহা। মন্ত্রী সুধাংশু দাস সংশ্লিষ্ট বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য মুখ্যমন্ত্রীর নিকট দাবি জানান। জবাবে মুখ্যমন্ত্রী জানান, কৈলাসহরে বাঁধের সংস্কার করার বিষয়টি নিয়ে কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করবেন।

বর্ষার আগেই কৈলাসহরে বাঁধ সংস্কারের জন্য বুধবার বিধানসভায় মুখ্যমন্ত্রীর নিকট দাবি জানান কংগ্রেস বিধায়ক বীরজিৎ সিনহা। তিনি বলেন, বাংলাদেশ প্রান্তে অনেক উঁচু করে বাধ তৈরি করা হচ্ছে। এই ক্ষেত্রে কৈলাসহরের রাঙ্গাউটি গ্রাম পঞ্চায়েত থেকে কৈলাসহর শহর পর্যন্ত সংশ্লিষ্ট নদী বাঁধটি এখনই মেরামতের উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। গত ৪০ বছর ধরে এই বাঁধের কোন সংস্কারের কাজ হয়নি বলে জানান বিধায়ক বীরজিৎ সিনহা।

এর জবাবে মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা জানান, সংশ্লিষ্ট বিষয়টি তিনি নিজেও একাধিকবার প্রত্যক্ষ করেছেন। বিষয়টি নিয়ে কেন্দ্রীয় সরকারের সাথে কথাও বলেছেন তিনি। মুখ্যমন্ত্রী আরও জানান, অবিলম্বে সংশ্লিষ্ট বিষয়ে উদ্যোগ গ্রহণ করার জন্য কেন্দ্রের সাথে কথা বলবেন তিনি। উল্লেখ্য, সংশ্লিষ্ট বিষয়ে এখনই ব্যবস্থা গ্রহণ না করা হলে আসন্ন বর্ষায় বানভাসি হবে কৈলাসহরের শহর এলাকা। সংশ্লিষ্ট বিষয়টি নিয়ে কৈলাসহরবাসী চিন্তিত।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande