ভারতের একজন অনুগত ও দায়িত্বশীল বিরোধী দলনেতা দরকার : গৌরব ভাটিয়া
নয়াদিল্লি, ১৫ জানুয়ারি (হি.স.): লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর তীব্র সমালোচনা করলেন বিজেপি মুখপাত্র গৌরব ভাটিয়া। তিনি বলেছেন, ভারতের একজন অনুগত ও দায়িত্বশীল বিরোধী দলনেতা দরকার। বুধবার এক সাংবাদিক সম্মেলনে গৌরব ভাটিয়া বলেছেন,
মমতাকে একনায়ক বললেন গৌরব ভাটিয়া, তৃণমূল নেত্রীর পলিগ্রাফ পরীক্ষার দাবি


নয়াদিল্লি, ১৫ জানুয়ারি (হি.স.): লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর তীব্র সমালোচনা করলেন বিজেপি মুখপাত্র গৌরব ভাটিয়া। তিনি বলেছেন, ভারতের একজন অনুগত ও দায়িত্বশীল বিরোধী দলনেতা দরকার। বুধবার এক সাংবাদিক সম্মেলনে গৌরব ভাটিয়া বলেছেন, রাহুল গান্ধীর একটি বিবৃতি এসেছে যা প্রতিটি নাগরিককে আঘাত করেছে। রাহুল গান্ধী বিরোধী দলনেতা। ভারতের বিরোধ দলনেতা বলেছেন, আমরা ভারতের বিরুদ্ধে যুদ্ধ করছি।

গৌরব ভাটিয়া আরও বলেছেন, ভারতের একজন অনুগত ও দায়িত্বশীল বিরোধী দলনেতা দরকার। রাহুল গান্ধীর কথা, কাজ ও বিশ্বাস ভারতের অখণ্ডতা ও সার্বভৌমত্বকে আঘাত করেছে। রাহুল গান্ধী এমন বক্তব্য এই প্রথম নয়। আপনি কেন এই ধরনের বিবৃতি দেন, এটা খুবই উদ্বেগের বিষয়।

হিন্দুস্থান সমাচার / রাকেশ




 

 rajesh pande