কলকাতা, ১৫ জানুয়ারি (হি.স.): পশ্চিমবঙ্গ সংখ্যালঘু বিত্ত নিগমের চেয়ারম্যান বদল করল নবান্ন। ওই পদে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে ইটাহারের তৃণমূল বিধায়ক তথা রাজ্য তৃণমূলের সংখ্যালঘু সেলের চেয়ারম্যান মোশারফ হোসেনকে। বুধবার নবান্নসূত্রে এ খবর জানা গিয়েছে।
রাজ্যের সংখ্যালঘু দফতরের প্রধান সচিব সেলিম। এত দিন তিনি সংখ্যালঘু বিত্ত নিগমের চেয়ারম্যান হিসাবেও অতিরিক্ত দায়িত্ব সামলাচ্ছিলেন। বিজ্ঞপ্তিতে সেখানে কয়েকটি বদলের কথা বলা হয়েছে। প্রাক্তন কমিটি থেকে প্রায় সকলকেই সংখ্যালঘু বিত্ত নিগমের দায়িত্বে রাখা হয়েছে। এই পরিবর্তনগুলির মেয়াদ ২০২৬ সালের ৩১ জুলাই পর্যন্ত।
---------------
হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত