কলকাতা, ১৫ জানুয়ারি (হি.স.): মাধ্যমিক চলাকালীন শিক্ষক ও শিক্ষাকর্মীদের ছুটি নিয়ে কড়া ফতোয়া জারি করেছে মধ্যশিক্ষা পর্ষদ। তার বিরোধিতা করল বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি।
সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল বলেন, ‘‘মধ্যশিক্ষা পর্ষদ থেকে যে নির্দেশ দেওয়া হয়েছে, তাতে মূলত সন্তান প্রতিপালনের ছুটির কথা বলা হয়েছে। কিন্তু কেউ যদি অসুস্থ হয়ে পড়েন বা দুর্ঘটনাগ্রস্ত হন, সে ক্ষেত্রে কী হবে? তাঁদের ব্যাপারে স্পষ্ট করে নির্দেশ দিলে ভাল হয়। আমরাও অহেতুক ছুটি নেওয়ার বিরোধী, তবে এই নির্দেশকে হাতিয়ার করে অনেক প্রধান শিক্ষক-শিক্ষিকা দমনপীড়ন চালাতে পারেন।”
---------------
হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত