মালদা, ১৫ জানুয়ারি (হি.স.): মালদায় তৃণমূল নেতা খুনের ঘটনায় ২৪ ঘণ্টা পর এক অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। তবে খুনের ঘটনায় প্রধান অভিযুক্ত জাকির শেখ এখনও ফেরার।
পুলিশ সূত্রের খবর, ধৃতর নাম শেখ হামজা। মঙ্গলবারই সন্দেহভাজন হিসেবে ধৃতকে আটক করেছিল পুলিশ। দীর্ঘ জেরার পর বুধবার বিকেলে তাকে গ্রেফতার করা হয়। ধৃত হামজা তৃণমূল নেতা জাকির শেখের অনুগামী হিসেবে পরিচিত।
প্রসঙ্গত, মঙ্গলবার সকালে কালিয়াচকের নয়াবস্তি এলাকায় নিজের বাড়ি থেকে বেরিয়ে একটি রাস্তার শিলান্যাস করতে গিয়েছিলেন তৃণমূল নেতা বকুল শেখ। সেখানেই প্রথমে গুলি, তারপরে হাঁসুয়া দিয়ে উপর্যুপুরি কোপ এবং সব শেষে পাথর জাতীয় ভারী বস্তু দিয়ে মাথায় আঘাত করে মৃত্যু নিশ্চিত করে আততায়ীরা!
ফেরারি অভিযুক্তর খোঁজে তল্লাশি চালাতে ইতিমধ্যে মালদার আমবাগানে স্নিফার ডগ নামিয়েছে পুলিশ। তল্লাশি চালানো হচ্ছে ড্রোন ক্যামেরার সাহায্যেও।
---------------
হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত