আগামী ৫ ফেব্রুয়ারি 'আপদা'-র অবসান হবে : হরদীপ সিং পুরী
নয়াদিল্লি, ১৫ জানুয়ারি (হি.স.): আগামী ৫ ফেব্রুয়ারি 'আপদা'-র অবসান হবে। আম আদমি পার্টির সমালোচনা করে এই মন্তব্য করলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা হরদীপ সিং পুরী। বুধবার কালকাজি বিধানসভা আসন থেকে মনোনয়ন পত্র পেশ করেন বিজেপি প্রার্থী রমেশ বিধুরি
হরদীপ সিং পুরী


নয়াদিল্লি, ১৫ জানুয়ারি (হি.স.): আগামী ৫ ফেব্রুয়ারি 'আপদা'-র অবসান হবে। আম আদমি পার্টির সমালোচনা করে এই মন্তব্য করলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা হরদীপ সিং পুরী। বুধবার কালকাজি বিধানসভা আসন থেকে মনোনয়ন পত্র পেশ করেন বিজেপি প্রার্থী রমেশ বিধুরি, তাঁর সঙ্গে ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী ও দলের নেতা হরদীপ সিং পুরী।

এরই ফাঁকে এএপি-র সমালোচনা করে হরদীপ সিং পুরী বলেছেন, ৫ ফেব্রুয়ারি 'আপ-দা'-র অবসান হবে এবং দিল্লিতে বিজেপি ভাল সাফল্য পাবে, আমাদের প্রার্থী রমেশ বিধুরী জয়ী হবেন। ক্ষমতাবিরোধী ঢেউ আছে, যমুনা পরিণত হয়েছে ড্রেনে। বাতাসের মান দেখুন, রাস্তার অবস্থা দেখুন। দ্বিতীয়ত, অরবিন্দ কেজরিওয়ালের বিশ্বাসযোগ্যতা কম। তিনি বলেছিলেন তিনি একটি গাড়িও কিনবেন না, কিন্তু আরটিআই উত্তরে দেখা যাচ্ছে, দিল্লি সরকার অরবিন্দ কেজরিওয়ালের গাড়ির জন্য ১.৫ কোটি টাকা খরচ করেছে।

হিন্দুস্থান সমাচার / রাকেশ




 

 rajesh pande