রাজস্থানে ফার্নিচার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড
যোধপুর, ১৫ জানুয়ারি (হি.স.) : যোধপুরের কাছাকাছি বোরানাডা এলাকায় থার ড্রাইপোর্টের সামনে একটি ফার্নিচার কারখানায় বুধবার ভোরে ভয়াবহ আগুন লেগে বহু টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে যে, শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে। বোরানাডা এবং
আগুন


যোধপুর, ১৫ জানুয়ারি (হি.স.) : যোধপুরের কাছাকাছি বোরানাডা এলাকায় থার ড্রাইপোর্টের সামনে একটি ফার্নিচার কারখানায় বুধবার ভোরে ভয়াবহ আগুন লেগে বহু টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে যে, শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে। বোরানাডা এবং শাস্ত্রী নগর থেকে পাঁচটি দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে এসে ঘণ্টা দুয়েকের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনও প্রাণহানির খবর পাওয়া যায়নি।

এক পুলিশ আধিকারিক জানান, থার ড্রাইপোর্টের সামনে কলোনির কাছে ভোররাতে ফার্নিচার ফ্যাক্টরিতে আগুন লাগার খবর পাওয়া যায়। পুলিশ ও দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে প্রচুর ফার্নিচার পুড়ে যায়। তবে কোনও প্রাণহানির খবর পাওয়া যায়নি।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande