লখনউ, ১৫ জানুয়ারি (হি.স.): দিল্লির জনতাকে সতর্ক করে দিলেন বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র প্রধান মায়াবতী। দিল্লির জনগণকে সতর্ক করে মায়াবতী বলেছেন, অন্ত:সারশূন্য প্রতিশ্রুতিতে পড়বেন না, বিবেচনা করে ভোট দিন। বুধবার এক সাংবাদিক সম্মেলনে মায়াবতী বলেছেন, এই নির্বাচনে, কংগ্রেস, বিজেপি এবং আম আদমি পার্টি আবারও জনগণের কাছে অসংখ্য প্রলোভনশীল প্রতিশ্রুতি অথবা গ্যারান্টি দিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে, যদিও এই দলগুলি কয়েকবার ক্ষমতায় থেকেও নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করতে ব্যর্থ হয়েছে।
মায়াবতী আরও বলেছেন, যেখানে জনকল্যাণের ক্ষেত্রে, বিএসপি সত্যিকারের সমাজের সমস্ত শ্রেণীর সুরক্ষা এবং মঙ্গল নিশ্চিত করে। সবাই তা জানে। অতএব, দিল্লি বিধানসভা নির্বাচনে, সমস্ত ভোটারদের সাবধানে বিবেচনা করে নিজেদের ভোট দেওয়া উচিত।
হিন্দুস্থান সমাচার / রাকেশ