বর্ষবরণের রাতে খুন, তেলেঙ্গানা থেকে গ্রেফতার মূল অভিযুক্ত
কলকাতা, ১৫ জানুয়ারি (হি.স.):বর্ষবরণের রাতে পিটিয়ে খুনের ঘটনায় মূল অভিযুক্ত মৃত্যুঞ্জয় মণ্ডলকে গ্রেফতার করল ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ। ঘটনার পর থেকে পলাতক ছিল অভিযুক্ত এবং তদন্তে নেমে পুলিশ জানতে পারে যে সে তেলেঙ্গানায় আত্মগোপন করেছে। গো
গ্রেফতার অভিযুক্ত


কলকাতা, ১৫ জানুয়ারি (হি.স.):বর্ষবরণের রাতে পিটিয়ে খুনের ঘটনায় মূল অভিযুক্ত মৃত্যুঞ্জয় মণ্ডলকে গ্রেফতার করল ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ। ঘটনার পর থেকে পলাতক ছিল অভিযুক্ত এবং তদন্তে নেমে পুলিশ জানতে পারে যে সে তেলেঙ্গানায় আত্মগোপন করেছে। গোপন সূত্রে খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানিয়েছে, এই ঘটনায় মৃত্যুঞ্জয় মণ্ডল-সহ মোট পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে। এর আগে সবুজ মিস্ত্রি, বাপন হালদার, বিশ্বজিৎ মণ্ডল ও অসিত সরকারকে গ্রেফতার করা হয়। বুধবার ধৃত মৃত্যুঞ্জয় মণ্ডলকে বিধাননগর মহকুমা আদালতে তোলা হবে। উল্লেখ্য, বর্ষবরণের রাতে সল্টলেকের একটি পার্টিতে দুই পক্ষের মধ্যে ঝামেলা বাঁধে। সেই সময়ই আক্রান্ত যুবককে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। পরবর্তীতে গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ঘটনার পর থেকে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পুলিশ জানিয়েছে, ইতিমধ্যেই ঘটনার তদন্ত প্রায় শেষ পর্যায়ে। অভিযুক্তদের বিরুদ্ধে উপযুক্ত প্রমাণ সংগ্রহ করে দ্রুত চার্জশিট দাখিল করা হবে বলে জানানো হয়েছে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande