রেশন দুর্নীতি মামলায় জামিন পেলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক
কলকাতা, ১৫ জানুয়ারি (হি.স.): রেশন দুর্নীতি মামলায় জামিন পেলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক (বালু)। ইডি–র মামলায় প্রাক্তন মন্ত্রীকে জামিন দিল কলকাতার বিচার ভবন। আদালত সূত্রে খবর, বন্ডে জামিন দেওয়া হয়েছে তাঁকে। আদালত সূত্রের এও খবর, অন্
jyotipriya mallick


কলকাতা, ১৫ জানুয়ারি (হি.স.): রেশন দুর্নীতি মামলায় জামিন পেলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক (বালু)। ইডি–র মামলায় প্রাক্তন মন্ত্রীকে জামিন দিল কলকাতার বিচার ভবন। আদালত সূত্রে খবর, বন্ডে জামিন দেওয়া হয়েছে তাঁকে।

আদালত সূত্রের এও খবর, অন্য একটি মামলায় আগেই জামিন পেয়েছিলেন বালু। এদিন জামিন মঞ্জুর হওয়ায় তাঁর জেলমুক্তি এখন শুধুই সময়ের অপেক্ষা।

জানা গেছে, এদিন বেশ কিছু শর্তে বালুর জামিন মঞ্জুর করে আদালত। এগুলি হল - তদন্তকারী আধিকারিকদের সহযোগিতা, বিচারপ্রক্রিয়ায় নিয়মিত উপস্থিত থাকা, সাক্ষীদের প্রভাবিত না করা। পাসপোর্ট-ভিসা জমা রাখতে হবে। এছাড়া আদালতের অনুমতি ছাড়া রাজ্যের বাইরে যেতে পারবেন না। বস্তুত, রেশন দুর্নীতি মামলায় আগেই জামিন পেয়েছেন চালকল ব্যবসায়ী বাকিবুর রহমান, বনগাঁর প্রাক্তন পুরপ্রধান শংকর আঢ্য ও ব্যবসায়ী বিশ্বজিৎ দাস। তবে প্রভাবশালী তত্ত্বে বারবার বালুর জামিনের বিরোধিতা করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

---------------

হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত




 

 rajesh pande