পঞ্চায়েতের উদ্যোগ নেই, নিজেদের উদ্যোগেই গ্রামীণ খাল সংস্কারে চাষিরা
শ্যামপুর, ১৫ জানুয়ারি (হি.স.): সরকারি উদ্যোগের অভাবে হাওড়ার শ্যামপুরের বাছরি গ্রাম পঞ্চায়েত এলাকার চাষিরা নিজেদের উদ্যোগে খাল সংস্কারের কাজে নেমেছেন। চলতি ধান কাটার মরসুমে জমা জলের কারণে অনেক ক্ষেত্রেই ফসল ঘরে তুলতে হিমশিম খেতে হয় চাষিদের। কিছু ক
ধান চাষ


শ্যামপুর, ১৫ জানুয়ারি (হি.স.): সরকারি উদ্যোগের অভাবে হাওড়ার শ্যামপুরের বাছরি গ্রাম পঞ্চায়েত এলাকার চাষিরা নিজেদের উদ্যোগে খাল সংস্কারের কাজে নেমেছেন। চলতি ধান কাটার মরসুমে জমা জলের কারণে অনেক ক্ষেত্রেই ফসল ঘরে তুলতে হিমশিম খেতে হয় চাষিদের। কিছু কিছু এলাকায় ধান পচে যাওয়ার কারণে বড়সড় লোকসানের মুখে পড়েছেন তাঁরা।

গ্রামবাসীরা জানান, কিছুদিন আগেই গ্রাম সংসদের এক সভায় খাল সংস্কার নিয়ে আলোচনা হয়েছিল। সেখানে পঞ্চায়েত প্রধান জানিয়েছিলেন, খাল সংস্কারের জন্য কেউ মাটি কাটলে পঞ্চায়েত কোনও আপত্তি করবে না। সেই প্রস্তাব পাশ হওয়ার পরই গ্রামের চাষিরা নিজেরাই খাল কাটার সিদ্ধান্ত নেন। চাষিদের এই উদ্যোগে এলাকার বাসিন্দারাও খুশি। তাঁদের মতে, খাল সংস্কারের ফলে জমির জল নিষ্কাশন ভাল হবে এবং সেচের ব্যবস্থাও উন্নত হবে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande