রাজস্থানে ঘন কুয়াশায় দৃশ্যমানতা তলানিতে, একসঙ্গে একাধিক গাড়ির সংঘর্ষ
শ্রীগঙ্গানগর, ১৫ জানুয়ারি (হি.স.) : বুধবার সকালে রাজস্থানের শ্রীগঙ্গানগরে ঘন কুয়াশার জেরে দৃশ্যমানতা ছিল তলানিতে। এর ফলে সুরাতগড়ের মধ্য দিয়ে যাওয়া ভারতমালা জাতীয় সড়কে একের পর এক ১২টিরও বেশি যানবাহনের মধ্যে ধাক্কা লাগে। দুর্ঘটনাটি ঘটে অমৃতসর-জাম
পথ দুর্ঘটনা


শ্রীগঙ্গানগর, ১৫ জানুয়ারি (হি.স.) : বুধবার সকালে রাজস্থানের শ্রীগঙ্গানগরে ঘন কুয়াশার জেরে দৃশ্যমানতা ছিল তলানিতে। এর ফলে সুরাতগড়ের মধ্য দিয়ে যাওয়া ভারতমালা জাতীয় সড়কে একের পর এক ১২টিরও বেশি যানবাহনের মধ্যে ধাক্কা লাগে। দুর্ঘটনাটি ঘটে অমৃতসর-জামনগর ভারতমালা সড়কের থাথার গ্রামের কাছে।

এক পুলিশ আধিকারিক জানান, ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা খুব কম ছিল, যার কারণে রাস্তায় যানবাহন চলাচলে অসুবিধা হচ্ছিল। এসময় থাথারের কাছে একটি লরি ব্রেক কষলে পেছন থেকে আসা গাড়িগুলো একে অপরকে ধাক্কা মারে। যানজট তৈরি হয়। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল সুগম করার ব্যবস্থা নেয় বলে জানা গেছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande