আগরতলা, ১৫ জানুয়ারি (হি.স.) : ত্রিপুরা বিধানসভায় ধ্বনিভোটে পাশ হল মন্ত্রী বিধায়কদের বেতন ভাতা সংক্রান্ত বিল। ছয় বছর পর বেতন ভাতা বৃদ্ধি পেল মন্ত্রী এবং বিধায়কদের। বুধবার বিধানসভার শীতকালীন অধিবেশনে সংশ্লিষ্ট বিলটি পাশ হয় ।
মন্ত্রী এবং বিধায়কদের বেতন ভাতা বৃদ্ধি পেল। বুধবার মুখ্যমন্ত্রী, উপ মুখ্যমন্ত্রী সহ মন্ত্রিসভার সদস্য, বিধানসভার অধ্যক্ষ, উপাধ্যক্ষ, বিধায়ক ও সরকারি মুখ্য সচেতকের বেতন ভাতা সংক্রান্ত বিলটি পাশ হয়। এই বিলের সমর্থনে বক্তব্য রাখেন আইন মন্ত্রী রতন লাল নাথ।
বক্তব্যে আইন মন্ত্রী জানান, ১৯৬৩ সাল থেকে রাজ্য বিধানসভা শুরু হয়। এখন পর্যন্ত ৭৯১ জন বিধায়ক ও মন্ত্রী হয়েছেন। তিনি আরো জানান, মন্ত্রী এবং বিধায়কদের মধ্যে এখন ৮২ জনের পরিবার পারিবারিক পেনশন পাচ্ছে। রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী শচীন সিং এর স্ত্রী ফ্যামিলি পেনশন পাচ্ছেন। তিনি আরো জানান বেতন ভাতা বৃদ্ধির প্রয়োজন এই কারণেই যে অনেক বিধায়কের পরিবারের সদস্যরা বহু কষ্টে জীবন যাপন করছেন। এই ক্ষেত্রে বিধায়ক শ্যামাচরণ ত্রিপুরার পরিবারের কথা তুলে ধরেন মন্ত্রী রতন লাল নাথ।
বেতন ভাতা সংক্রান্ত বিলের বিরোধীতা না করলেও বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী সংশ্লিষ্ট বিল নিয়ে আলোচনায় অংশগ্রহণ করে জানান, রাজ্য বিধানসভার ১২ জন বিধায়ক রয়েছেন যারা ১৯৮১ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত কোন না কোন সময়ের জন্য নির্বাচিত হয়েছিলেন। তাঁদের মধ্যে প্রয়াত মধুসূদন সাহা এবং প্রশান্ত কাপালির পরিবারের কেউ নেই যে তারা পেনশন পাবেন। তিনি আরো জানান মোট ৯ জন বিধায়কের পরিবার রয়েছে তাঁদের পেনশন পাওয়ার ক্ষেত্রে অসুবিধা রয়েছে। সংশ্লিষ্টদের সম্পর্কে মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে রাজ্য সরকারকে দেখার জন্য অনুরোধ জানান বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ