শুক্রবার গুয়াহাটি স্টেশন থেকে তিনটি নতুন ট্রেন পরিষেবার সূচনা
শুক্রবার গুয়াহাটি স্টেশন থেকে তিনটি নতুন ট্রেন পরিষেবার সূচনা
এনএফআর_প্ৰতিনিধিত্বমূলক


দেশের প্রতি উৎসর্গ হবে তেতেলিয়ার রোড ওভারব্রিজ

গুয়াহাটি, ২ জানুয়ারি (হি.স.) : উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির মধ্যে রেল সংযোগ বৃদ্ধি করার লক্ষ্যে আগামীকাল শুক্রবার (৩ জানুয়ারি) গুয়াহাটি রেলওয়ে স্টেশন থেকে তিনটি নতুন ট্রেন পরিষেবার সূচনা করা হবে। পাশাপাশি অন্যান্য বিভিন্ন কর্মসূচির মাধ্যমে একই কর্মসূচিতে তেতেলিয়ার রোড ওভারব্রিজ দেশের প্রতি উৎসর্গ করা হবে।

অসমের রাজ্যপাল লক্ষ্ণণপ্রসাদ আচার্য, মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা এবং রেল, তথ্য ও সম্প্রচার, বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব গুয়াহাটি রেলওয়ে স্টেশন থেকে এই অনুষ্ঠানকে সম্মান জানাবেন। আগামীকালের কর্মসূচিতে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের জেনারেল ম্যানেজার চেতনকুমার শ্রীবাস্তব সহ সদর দফতর ও ডিভিশনগুলির বরিষ্ঠ আধিকারিকগণ, স্থানীয় সাংসদ, বিধায়ক ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।

আজ বৃহস্পতিবার উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা এক প্রেস বার্তায় এ খবর জানিয়েছেন। প্রেস বার্তায় তিনি জানান, উদ্বোধনী স্পেশাল ট্রেন নম্বর ০২০৪৭ গুয়াহাটি-নর্থ লখিমপুর, ট্রেন নম্বর ০৫৮১৭ নিউ বঙাইগাঁও-গুয়াহাটি এবং ট্রেন নম্বর ০৫৯১১ তিনসুকিয়া-নাহরলাগুন-এর ১১.৫০ ঘন্টায় সূচনা করার পরিকল্পনা করা হয়েছে।

এছাড়া ট্রেন নম্বর ৫৫৮১৮/৫৫৮১৭ গুয়াহাটি-নিউ বঙাইগাঁও-গুয়াহাটি প্যাসেঞ্জারের নিয়মিত পরিষেবা আগামী ৪ জানুয়ারি থেকে চালু হবে। ট্রেন নম্বর ৫৫৮১৮ গুয়াহাটি-নিউ বঙাইগাঁও প্যাসেঞ্জার গুয়াহাটি থেকে ০৭.৫৫ ঘণ্টায় রওয়ানা দিয়ে একইদিনে ১২.১০ ঘণ্টায় নিউ বঙাইগাঁও পৌঁছবে। ফেরত যাত্রার সময় ট্রেন নম্বর ৫৫৮১৭ নিউ বঙাইগাঁও-গুয়াহাটি প্যাসেঞ্জার নিউ বঙাইগাঁও থেকে ১৪.৩০ ঘণ্টায় রওয়ানা দিয়ে একইদিন ২০.০০ ঘণ্টায় গুয়াহাটি পৌঁছবে।

একইভাবে, ট্রেন নম্বর ১৫৯১১/১৫৯১২ তিনসুকিয়া-নাহরলাগুন-তিনসুকিয়া ত্রি-সাপ্তাহিক এক্সপ্রেসের নিয়মিত পরিষেবা আগামী ৫ জানুয়ারি থেকে চালু হবে। এই এক্সপ্রেস প্রত্যেক রবি, বুধ এবং বৃহস্পতিবার চলাচল করবে। ট্রেন নম্বর ১৫৯১২ নাহরলাগুন-তিনসুকিয়া এক্সপ্রেস নাহরলাগুন থেকে ০৭.৪৫ ঘণ্টায় রওয়ানা দিয়ে একইদিনে ১৪.০০ ঘণ্টায় তিনসুকিয়া পৌঁছবে। ফেরত যাত্রার সময় ট্রেন নম্বর ১৫৯১১ তিনসুকিয়া-নাহরলাগুন এক্সপ্রেস তিনসুকিয়া থেকে ১৫.৩৫ ঘণ্টায় রওয়ানা দিয়ে একইদিনে ২১.৪৫ ঘণ্টায় নাহরলাগুন পৌঁছবে।

আরেকটি ট্রেন নম্বর ১২০৪৭/১২০৪৮ গুয়াহাটি-নর্থ লখিমপুর-গুয়াহাটি দ্বি-সাপ্তাহিক জনশতাব্দী এক্সপ্রেসের নিয়মিত পরিষেবা আগামী ৭ জানুয়ারি থেকে চালু হবে। এই ট্রেন প্রত্যেক মঙ্গল ও বুধবার চলাচল করবে। ট্রেন নম্বর ১২০৪৭ গুয়াহাটি-নর্থ লখিমপুর জনশতাব্দী এক্সপ্রেস গুয়াহাটি থেকে ০৯.৫০ ঘণ্টায় রওয়ানা দিয়ে একইদিনে ১৬.১৫ ঘণ্টায় নর্থ লখিমপুর পৌঁছবে। ফেরত যাত্রার সময় ট্রেন নম্বর ১২০৪৮ নর্থ লখিমপুর-গুয়াহাটি জনশতাব্দী এক্সপ্রেস নর্থ লখিমপুর থেকে ১৭.০০ ঘণ্টায় রওয়ানা দিয়ে একইদিনে ২৩.২৫ ঘণ্টায় গুয়াহাটি পৌঁছবে।

এছাড়া, উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে কর্তৃক নির্মিত তেতেলিয়া স্টেশন ইয়ার্ডে একটি নতুন রোড ওভার ব্রিজ (আরওবি) এই অনুষ্ঠান চলাকালীন সাধারণ জনসাধারণের ব্যবহারের জন্য উৎসর্গ করা হবে। তেতেলিয়া স্টেশন ইয়ার্ডে লেভেল ক্রসিং গেট নম্বর এসটি-২২-এর পরিবর্তে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে মোট ৭২ কোটি টাকা ব্যয়ে এই আরওবি (নম্বর ৫৯এ) নির্মাণ করা হয়েছে বলে প্ৰেস বাৰ্তায় জানিয়েছেন উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande