কলকাতা, ২ জানুয়ারি (হি. স.) : সন্তোষ ট্রফি জয়ী বাংলা দলের খেলোয়াড়দের সঙ্গে মুখ্যমন্ত্রীর মুখোমুখি সাক্ষাৎ ও রাজ্য সরকারের ক্রীড়া দফতরে চাকরির আশ্বাসও মিলেছে। সেইসঙ্গে ৫০ লাখ টাকা অর্থ পুরস্কারের কথাও ঘোষণা করা হয়েছে। সচিবালয় নবান্ন সভাগৃহে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ৭৮-তম সন্তোষ ট্রফি জয়ী বাংলা দলের খেলোয়াড়দের সাক্ষাৎ হয়েছে। দুই তরফেই কুশল বিনিময় ও পারস্পরিক চর্চা হয়েছে। রাজ্য সরকারের তরফেও বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সকলকে সংবর্ধনা দেন। বাংলা দলের ২২ জন খেলোয়াড়কে ক্রীড়া দপ্তরে চাকরির ব্যবস্থার কথাও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। এ এক নজিরবিহীন পদক্ষেপ বলে মন্তব্য বাংলা আইএফএ - র। সুতরাং তাদের তরফেও এ নিয়ে রাজ্য সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। দলকে অভ্যর্থনা জানাতে উপস্থিত হাজির ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস। দমদম বিমানবন্দরে প্রধান কোচ সঞ্জয় সেনও উপস্থিত ছিলেন। এদিকে, মুখ্যমন্ত্রীর তরফেও এই ঘোষণার জন্য বাংলা ফুটবলে নতুন আশার সঞ্চার হয়েছে। অন্যদিকে, আইএফএ'র সচিব অনির্বাণ দত্ত মুখ্যমন্ত্রীকে এদিন নবান্ন সভাগৃহে বিশেষ সম্মাননা জ্ঞাপন করেন। উভয়ের মধ্যে কুশল বিনিময় হয়েছে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত