ডিমাপুরের নাহরবাড়ি পেটলা কলোনিতে বিধ্বংসী আগুন, ভস্ম শতাধিক বসতবাড়ি
ডিমাপুরের নাহরবাড়ি পেটলা কলোনিতে বিধ্বংসী আগুন, ভস্ম শতাধিক বসতবাড়ি
ডিমাপুরে বিধ্বংসী আগুন, ভস্ম শতাধিক বসতবাড়ি


ডিমাপুর (নাগাল্যান্ড), ২ জানুয়ারি (হি.স.) : ডিমাপুরের নাহরবাড়ি পেটলা কলোনিতে বিধ্বংসী আগুনে ভস্ম হয়ে গেছে শতাধিক বসতবাড়ি।

আজ বৃহস্পতিবার বিকালে ঘনবসতিপূর্ণ নাহরবাড়ি পেটলা কলোনিতে কোনও এক বাড়ি থেকে আগুনের সূত্রপাত। নিমেষের মধ্যে আগুনের লেলিহান শিখা একের পর এক বাড়িকে গ্রাস করতে থাকে।

ঘটনার খবর পেয়ে প্রথমে তিন এবং পরে আরও চারটি ইঞ্জিন নিয়ে ঘটনাস্থলে ছুটে যান দমকল কর্মীরা। তাঁরা আগুন নিয়ন্ত্রণে আনতে ঝাঁপিয়ে পড়েন। ইত্যবসরে শতাধিক বাড়ি পুড়ে ছাই হয়ে যায়। প্রায় চার ঘণ্টা পর সন্ধ্যার দিকে সব বাড়ি ভস্ম করে স্তিমিত হয় আগুন।

আগুনের সঠিক কারণ এখন উদ্ধার করতে পারেননি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। প্ৰশাসনিক কর্মকর্তা জানিয়েছেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা হচ্ছে। তাছাড়া জরুরি ভিত্তিতে ক্ষতিগ্রস্ত বাস্তুচ্যুতদের ত্রাণ ও অস্থায়ী বাসস্থানের ব্যবস্থা করা হচ্ছে।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande